দীর্ঘ প্রতীক্ষার অবসান। খুলে গেল বিশ্বের দীর্ঘতম ‘অটল সুড়ঙ্গ’। শনিবার সকালে হিমাচল প্রদেশের মানালির রোহতাঙে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম অটল সুড়ঙ্গের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত প্রমুখ। ৯.০২ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গ মানালি এবং লাহাউল-স্পিতি উপত্যকাকে সংযুক্ত করল। এছাড়াও মানালি এবং কিলংয়ের মধ্যে দূরত্ব হ্রাস পেল প্রায় ৪৬ কিলোমিটার, ৪-৫ ঘন্টার সময় কমিয়েছে। বিশ্বের দীর্ঘতম এই টানেলের নাম রাখা হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। এটি অটল সুড়ঙ্গ তৈরি করতে প্রায় ১০ বছর সময় লেগেছে।
৩,০০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত ‘অটল সুড়ঙ্গ’ উদ্বোধন করার জন্য শনিবার সকালেই দিল্লি থেকে হিমাচল প্রদেশের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে প্রথমে চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রধানমন্ত্রী পৌঁছন হিমাচল প্রদেশের মানালিতে। আগে থেকেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মানালিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজনাথ সিং, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর-সহ অন্যান্যরা। মানালি পৌঁছনোর পর সকাল দশটা নাগাদ রোহতাঙে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম অটল সুড়ঙ্গের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১০ সালের ২৮ জুন এই সুড়ঙ্গের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিল্যানাস করেছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। ৯.০২ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গ তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪,০০০ কোটি টাকা, সুড়ঙ্গ নির্মাণ করেছে বর্ডার রোড অর্গানাইজেশন।
2020-10-03