কলকাতা: রাজ্যের পুর নির্বাচন দ্রুত সম্পন্ন করার আবেদন নিয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিল রাজ্য বিজেপি। দ্রুত পুরভোট করতে যথোপযুক্ত ব্যবস্থা নিক নির্বাচন কমিশন, এমনই দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলার পুরসভা নির্বাচন সম্পন্ন করা যায় কিনা সেব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের কাছে মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গে শতাধিক পুরসভায় নির্বাচন বাকি রয়েছে। করোনা পরিস্থিতির জেরে এই পুরসভাগুলিতে ভোটগ্রহণ হয়নি। তবে করোনা আবহেও বিহারে ভোট হলে এরাজ্যে কেন নয়? রাজ্য বিজেপির তরফে এই যুক্তিই তোলা হচ্ছে।
রাজ্যের পুরসভাগুলিতে দ্রুত ভোট চেয়ে তাই সরব হয়েছে বিজেপির বঙ্গ-শিবির। করোনা অতিমারীর জেরে এরাজ্যে পুরভোট সম্ভব হয়নি। চলতি বছরের মে ও জুন মাসে পশ্চিমবঙ্গের পুরসভা ও পুরনিগমগুলির মেয়াদ শেষ হলেও এখন দায়িত্ব সামলাচ্ছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস।
রাজ্য বিজেপি নেতৃত্বের যুক্তি, করোনা পরিস্থতিতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে যদ বিহারের বিধানসভা ভোট পরিচালনা করা যায়, তবে বাংলাতেও একইভাবে নির্বাচন সম্ভব। চলতি বছরের মে মাস নাগাদ রাজ্যে পুরভোট শেষ হয়ে যাওয়ার কথা ছিল।
তবে করোনা পরিস্থিতির জেরে গোটা দেশেই সব ধরনের নির্বাচন ও অন্য কর্মসূচি বাতিল হয়ে যায়। এখনও গোটা দেশে চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।
করোনা তাণ্ডব চালাচ্ছে এরাজ্যেও। প্রতিদিন ৩ হাজার বা তারও বেশি সংখ্যায় মানুষ সংক্রমিত হচ্ছেন। শুক্রবার পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৬০ হাজার ৩২৪। এরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১৭।