করোনা আবহে শুরু থেকেই জেলায় সেবা কাজের ব্রত নিয়েছিল ব্যারাকপুর জেলা সেবা বিভাগ। জেলা সেবা প্রমুখ মহাবীর ব্যানার্জী-র নেতৃত্বে আজ ২রা অক্টোবর,২০২০ ব্যারাকপুর চিড়িয়ামোড়ে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের।
রক্তদান মহৎ দান সেই মন্ত্রে ব্রতী হয়ে সেবা কাজে লিপ্ত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সেবা কার্যকর্তারা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্ত সভাপতি অধ্যাপক দেবাশীষ চ্যাটার্জী মহাশয়, প্রান্ত সেবা প্রমুখ শ্রী দিলীপ ঝাওর মহাশয়, ভারতীয় কিষাণ সঙ্ঘের প্রান্ত প্রচার প্রমুখ ড. কল্যাণ চক্রবর্তী মহাশয়, নোয়াপাড়া বিধায়ক শ্রী সুনীল সিং মহাশয়, জেলা সম্পাদক শ্রী মধুসূদন দাশ মহাশয় ও অন্যান্য রা।
করোনা মহামারীতে বিশ্ব হিন্দু পরিষদের ব্যারাকপুর জেলা সেবা বিভাগ শুরু থেকেই সারা জেলার বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী প্রদান, নিঃশুল্ক চিকিৎসালয়, আর্সেনিক অ্যালবাম প্রদান, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ও কমিউনিটি কিচেন চালিয়ে এসেছে। আর আজ এই মহামারীর সময় মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে আয়োজন করা হলো রক্তদান শিবিরের।
উপস্থিত ছিলেন বিভিন্ন প্রখন্ড থেকে আসা রক্তদাতারা ও জেলা বজরং দল ও দূর্গাবাহিনী, মাতৃশক্তির কার্যকর্তারা।খড়দহ প্রখন্ডের সহ সভাপতি শ্রী পিনাকী চ্যাটার্জী তাঁর একান্ত সাক্ষাতকারে ঋতম বাংলা কে জানালেন তাঁদের আজকের এই কার্যক্রমের কথা।