১৭ তম ওভারের প্রথম বলেই রোহিতকে ডাগ-আউটে ফেরত পাঠান মহম্মদ শামি৷ ৪৫ বলের তিনটি ছয় ও আটটি বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন রোহিত৷
রোহিত আউট…৷ মুম্বই ইন্ডিয়ান্স ১২৪/৪
১৬ ওভার মুম্বই ইন্ডিয়ান্স ১২৪/৩৷ নিশামের ওভারে ২২ রান নেন হিটম্যান৷
রোহিত হিটস… ফোর অ্যান্ড সিক্সেস৷
রোহিতের হাফ-সেঞ্চুরি হিটম্যানের৷ নিশামকে বাউন্ডারিতে পাঠিয়ে হাফ-সেঞ্চুরি করেন তিনি৷
১৫ ওভার মুম্বই ইন্ডিয়ান্স ১০২/৩৷ ক্রিজে রোহিত ৪৯ ও পোলার্ড ১১৷
১৪ ওভার শেষে মুম্বই ৮৭/৩
ক্রিজে এলেন কাইরন পোলার্ড৷
৩২ বলে ২৮ রান করে গৌতমের বলে ডাগ-আউটে ফিরলেন ইশান৷
ইশান আউট, মুম্বই ৮৩/৩
১২ ওভার শেষে মুম্বই ৮০/২
ইশানের ক্যাচ ফেললেন রবি৷ নিশামের বলে সহজ ক্যাচ ফেলে ইশানকে জীবন দান দেন তিনি৷
১১ ওভার শেষে মুম্বই ৭৩/২
ইশান হিটস সিক্স৷
১০ ওভার শেষে মুম্বই ৬২/২৷ রোহিত ৩৬ ও ইশান ১৪ রানে ক্রিজে রয়েছেন৷
৯ ওভার শেষে মুম্বই ৫৮/২৷ ধারাবাহিকতা অব্যাহত রবি বিষ্ণু’র৷ এদিনও ২ ওভারে মাত্র ১১ রান দেন তিনি৷
৮ ওভার শেষে মুম্বই ৫১/২
৮ ওভারে ৫০ রানের গণ্ডি টপকাল মুম্বই ইন্ডিয়ান্স৷ শুরুতেই দুই উইকেট হারানোর পর রানের গতি বাড়াতে পারেনি মুম্বই৷
৭ ওভার শেষে মুম্বই ৪৭/২
পাওয়ার প্লে শেষে মুম্বই ৪১/২
রোহিত হিটস.. বাউন্ডারি
দুরন্ত কামব্যাক কটরেলের৷ আগের ম্যাচে এক ওভারে ৩০ রান দিয়ে দলকে খাদের কিনায়ার ঠেলে দেওয়া এই ক্যারিবিয়ান পেসার এদিন শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার ডি’কককে তুলে নিয়ে জোর ধাক্কা দেন৷ নিজের প্রথম ৩ ওভারে মাত্র ১৭ রান খরচ করে একটি উইকেট নেন কটেরল৷
৫ ওভার শেষে মুম্বই ২৯/২
ক্রিজে রোহিতের সঙ্গে ইশান কিষান৷ আগের ম্যাচে দুরন্ত ইনিংস খেলে দলকে সুপার ওভারে পৌঁছতে বড় ভূমিকা নিয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান৷
সূর্যকুমার রান আউট…৷ মুম্বই ২১/২
৩ ওভার শেষে মুম্বই ১৮/১
আইপিএলে ৫০০০ রানের মাইলস্টোন টপকে গেলেন রোহিত শর্মা৷ সুরেশ রায়না ও বিরাট কোহলির তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এই মাইলস্টোন টপকে গেলেন রোহিত৷
প্রথম ওভার শেষে মুম্বই ০/১৷
ডি’কক আউট..৷ ওভারের পঞ্চম বলে উইকেট তুলে নেন কটরেল৷
ক্রিজে মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক৷ বল হাতে শুরু করছেন শেনডন কাটরেল৷
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের৷ কিংস ইলেভেনে দলে একটি পরিবর্তন৷ মরুগান অশ্বিনের পরিবর্তে দলে এসেছেন কে গৌতম৷ তবে আগের ম্যা্চের দল অপরিবর্তিত রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স৷
এই ম্যাচে নামার আগে আইপিএলে মুম্বই ও পঞ্জাব ২৪ বার মুখোমুখি হয়েছে৷ এর মধ্যে ১৩ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ আর ১১ বার জিতেছে পঞ্জাব৷ ফলে অতীত রেকর্ডের ভিত্তিতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে চারবারের চ্যাম্পিয়ন মুম্বই৷ তবে চলতি আইপিএলে দুই দলের পারফরম্যান্স সমানেসমানে৷ লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে কিংস ইলেভেন৷ আর ঠিক তার পরেই অর্থাৎ ছ’ নম্বরেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷
২০২০ আইপিএলের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ তবে পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ে ফেরে রোহিত অ্যান্ড কোং৷ কিন্তু তার পরের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ হারে মুম্বই৷ ২০১ রান তাড়া করে ম্যাচ টাই করে মুম্বই৷ তারপর সুপার ওভারে হার হজম করতে হয় রোহিতদের৷
অন্যদিকে পঞ্জাব প্রথম ম্যাচে সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে কোহলির আরসিবি-র বিরুদ্ধে ৯৭ রানে ম্যাচ জিতে দারুণ কামব্যাক করে কিংস ইলেভেন৷ ক্যাপ্টেন লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের ব্যাটিং দাপটে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলে সর্বোচ্চ ২২৪ রান তুলেছিল পঞ্জাব৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ সঞ্জু স্যামসন ও রাহুল টেয়াটিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ হার হজম করতে হয় পঞ্জাবকে৷
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ইশান কিষান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমারহ ৷
কিংস ইলেভেন: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), ময়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, জিমি নিশাম, সরফরাজ খান, রবি বিষ্ণুই, কে গৌতম, শেলডন কর্টরেল ও মহম্মদ শামি ৷