এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (National Crime Record Bureau) তথ্য নিয়ে সংবাদ কেন্দ্র-রাজ্যের। সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা শুরু হল। পশ্চিমবঙ্গ সরকার তাদের তথ্য পাঠাতে দেরি করেছে বলেই এবার নাকি নির্দিষ্ট সময়ে ন্যাশনাল ক্রাইম ব্যুরো তাদের রিপোর্ট প্রকাশ করেছে দেরিতে। রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের তরফে সাম্প্রতিক তথ্য দেওয়া হয়নি। ফলে জাতীয় ও শহরভিত্তিক হিসেব দেওয়ার ক্ষেত্রে ২০১৮ সালের তথ্য নিতে হয়েছে। কেন্দ্রের এই অভিযোগ মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.)।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সব রাজ্যকে ৩০ জুনের মধ্যে তথ্য পাঠাতে বলেছিল। করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতির কারণে তাতে কিছুটা দেরি হয়। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তাতে কিছুটা দেরি হয় বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার যাবতীয় তথ্য পাঠায় ৩০ জুলাই। এনসিআরবি-র পক্ষ থেকে কিছু তথ্য যাচাই করতে প্রশ্ন পাঠানো হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ৭ আগস্ট রাজ্য সেই সমস্ত প্রশ্নের উত্তর পাঠিয়েও দিয়েছিল। তার প্রায় দু’মাস পরে এনসিআরবি রিপোর্ট প্রকাশ করেছে। তাই পশ্চিমবঙ্গের তথ্য প্রকাশ করার মত সময় এনসিআরবি-র কাছে ছিল বলেই সাফাই দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন।