দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৪১ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। তবে, ভারতে ফের অনেকটাই নিম্নমুখী দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৮৬,৬৮৮টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত দেশে ৭,৪১,৯৬,৭২৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) ভারতে ১০,৮৬,৬৮৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৭,৪১,৯৬,৭২৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৮৬,৬৮৮টি টেস্ট হলেও, এই সময়ে নতুন আক্রান্তের সংখ্যা ৮০,৪৭২।
2020-09-30