আজ দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কাটিয়ে উত্তরবঙ্গের (North Bengal) রোদ ঝলমলে পরিবেশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। কলকাতায় আজ রোদ ঝলমলে কখনো আংশিক মেঘলা আকাশ। আদ্রতা জনিত অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রী। জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.৪ মিমি। বিহার অসংলগ্ন উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও ওড়িশা। আজ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে তিন চারদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।