কোভিড আবহেও মরু শহরে জমজমাট আইপিএল৷ প্রথম দশ ম্যাচে দু’টি নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে৷ মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের একাদশ ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস৷ সোমবার এখানেই সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷
শারজাার পর দুবাইয়ে ম্যাচে ৪০০ বেশি রান উঠেছে৷ সেই লড়াইয়ে নামছে লিগ টেবলে ফাস্ট ও লাস্ট বয়৷ টুর্নামেন্টে দারুণ শুরু করেছে দিল্লি ক্যাপিটালস৷ প্রথম দু’টি ম্যাচ জিতে মরু শহরে টুর্নামেন্টের এখনও পর্যন্ত সেরা দল তারা৷ অন্য দিকে প্রথম দু’টি ম্যাচ হেরে এখনও খাতা খুলতে পারেনি ২০১৬ চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ৷
দিল্লি প্রথম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সুপার ওভারে জয় ছিনিয়ে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে৷ আর সানরাইজার্স প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১০ রান হারের পর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ধরাশায়ী হয়েছে৷ ফলে জয়ের খোঁজে ওয়ার্নার অ্যান্ড কোং৷ ঠিক উলটো ছবি দিল্লি ক্যাপ্টেন শ্রেয়ায় আইয়ারের৷ তাঁর সামনে জয়ের হ্যাটট্রিকের হাতছানি৷
প্রথম দু’টি ম্যাচে হায়দরাবাদ এখনও তাদের কম্বিনেশন গড়ে তুলতে পারেনি৷ তবে দিল্লি ক্যাপিটালসকে দেখে মনে হয়েছে তারা দারুণ ছন্দে রয়েছে৷ বোলিংয়ে পাশাপাশি ব্যাটিংয়ে দলের কম্বিনেশন ঠিক করে ফেলেছে তারা৷ তবে এখনও পর্যন্ত আইপিএলে মুখোমুখি পরিসংখ্যানে কিছুটা হলেও এগিয়ে হায়দরাবাদ৷ ১৫ বারের সাক্ষাতে ৯ বার জিতেছেন দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি৷ আর ছ’বার জয় পেয়েছে উত্তরের এই দলটি৷
তবে মঙ্গলবার জয়ের সংখ্যাটা ১০ করতে বাইশ গজে নিজেদের সেরাটা দিতে হবে ডেভিড ওয়ার্নারদের৷ কারণ তিনি নিজেও এখনও ছন্দ পাননি৷ জনি বেয়ারস্টো ও ওয়ার্নারের ওপেনিং ভয়ংকর ওপেনিং জুটি এখনও জ্বলে ওঠেনি৷ অন্যদিকে পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি দিল্লিকে কিছুটা হলেও ভরসা দিয়েছে৷
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (ক্যাপ্টেন), ঋষভ পন্ত, শিমরন হেটমায়ার, মার্কাস স্টওনিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, অনরিখ নর্টজে ও আবেশ খান ৷
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, বিজয় শংকর, মহম্মদ নবি, আবদুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও খলিল আহমেদ ৷