কেন্দ্রীয় কৃষি বিল নিয়ে সাধারণ চাষিদের ‘বিভ্রান্তি’ দূর করতে আসরে নামলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। সোমবার তিনি বাঁকুড়া-১ ব্লকের পাতালখুলি গ্রামে গিয়ে সাধারণ চাষি পরিবারগুলিতে ঘুরে ঘুরে দেখা করেন। এমনকি বাড়ির উঠোনে খাটিয়ায় বসে কৃষি বিল বিস্তারিত আলোচনা করেন। ঐ সময়ে যারা বাড়িতে ছিলেন না জমির আল পথে হেঁটে গিয়ে তাদের সঙ্গে চাষের জমিতে গিয়ে দেখা করে কথা বলেন বিজেপি সাংসদ।
ওই গ্রামের চাষি নীল মোহন মণ্ডল বলেন, কৃষি বিল অনেকেই নানান কথা বলছিল, আর আমরা তা শুনে বিভ্রান্ত হচ্ছিলাম। সাংসদ নিজে গ্রামে এসে সেই বিভ্রান্তি দূর করে দিলেন। এই বিলের ফলে মহাজনী কবল থেকে তারা মুক্ত হবেন বলে তারা আশাবাদী। একই সঙ্গে রাজ্য কৃষক সমাজের ভালো চায় না বলেই এই বিলের বিরোধিতা করছে বলেও তিনি দাবি করেন।
আর এক চাষি শ্যামল মণ্ডলও বলেন, রাজ্য সরকার সহ যারা এই বিলের বিরোধীতা করছে তারা কৃষক বিরোধী। এই বিল কৃষকের স্বার্থে। তারা সবাই বিলকে সানন্দে স্বাগত জানাচ্ছেন বলে তিনি জানান।
পরে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, সবার সাথে কথা বলে বুঝেছি মোদি সরকারের এই বিলে সাধারণ কৃষক সমাজ খুশি। কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থণে তারা পদযাত্রা সহ অন্যান্য কর্মসূচী দলীয়ভাবে করবেন বলে তিনি জানান।
তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বিজেপি সাংসদের এই কর্মসূচীকে কটাক্ষ করে বলেন, এই প্রথম হয়তো উনি ছবি তোলার জন্য কোন মাঠে গেলেন। আর কৃষক হিসেবে যাদের সঙ্গে করে নিয়ি গেলেন তারা ঐ কাজে আদৌ যুক্ত কিনা ভাবতে হবে। ঐ বিলের বিরুদ্ধে সারা দেশ উত্তাল। কৃষকরা প্রতিবাদ জানাতে যখন সংসদ ভবনে পৌঁছে গেছেন তখন উনি ‘সাজুগুজু’ করে খবরে আসতে চাইছেন। একই সঙ্গে ঐ বিলকে প্রতিষ্ঠা দিতে সাংসদ যা করছেন সব ‘লোক দেখানো’ বলেও তৃণমূল জেলা সভাপতি দাবি করেন।