করোনায় কলকাতায় একদিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯২

কলকাতায় একদিনে মাত্র ৬ জনের মৃত্যু হয়েছে৷ গতকাল বৃহস্পতিবারও ছিল ১৪ জন৷ একদিনে কমল ৮ জন৷ অন্যদিকে বাড়ল আক্রান্তের সংখ্যা৷

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের৷ বৃহস্পতিবার ছিল ১৪ জন৷ বুধবার ছিল ১২ জন৷ সব মিলিয়ে শহরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬৩৯ জনে৷
এছাড়া একদিনে কলকাতায় আক্রান্ত ৬৯২ জন৷ বৃহস্পতিবার ছিল ৬০৭ জন৷ ফের একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল৷ ফলে এই পর্যন্ত শহরে আক্রান্ত মোট ৫৩ হাজার ১৪৮ জন৷ তবে নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন শহরে৷

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫১৬ জন৷ বৃহস্পতিবার ছিল ৪২২ জন৷ সব মিলিয়ে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৬ হাজার ৬৮৯ জন৷ এছাড়া এদিন কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের বাড়ল৷ তথ্য অনুযায়ী, ৪,৬৫০ জন থেকে বেড়ে ৪,৮২০ জন৷ বৃহস্পতিবারের তুলনায় ১৭০ জন বেশি৷

অন্যদিকে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে৷ বর্তমানে চারটি কন্টেইনমেন্ট জোন শহরে৷ এক সময় কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়তে বাড়তে ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ সেখান থেকে কমতে কমতে মাত্র একটিতে এসেছিল৷ ফের সেই সংখ্যাটা বাড়তে শুরু করেছে৷

একনজরে দেখে নিন রাজ্যের পরিসংখ্যান

২৫ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে ৫৯ জনের মৃত্যু৷ সব মিলিয়ে রাজ্যে মোট মৃত্যু ৪,৬৬৫ জন৷

যে ৬১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ৬ জন৷ উত্তর ২৪ পরগনার ১৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়ার ৪ জন৷ হুগলির ৫ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ ঝাড়গ্রাম ১ জন৷ বাঁকুড়া ২ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ মালদা ১ জন৷ জলপাইগুড়ি ২ জন৷ দার্জিলিং ৩ জন৷

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,১৯০ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,১৯৬ জন৷ তুলনামূলক কিছুটা কমেছে সংক্রমণের সংখ্যা৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৪২ হাজার ০৫৯ জন৷ তবে এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা কম৷

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯৭৮ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,০১৪ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ১১ হাজার ২০ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৫৪ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৮৭.৪৬ শতাংশ৷

রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ফের ২৫ হাজার ছাড়াল৷ তথ্য অনুযায়ী,২৫ হাজার ৩৭৪ জন৷ বৃহস্পতিবারের তুলনায় ১৫৩ জন বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.