আইপিএল ২০২০ এর পঞ্চম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর মধ্যে ম্যাচে রোহিত শর্মা ব্যাটে ঝড় তুলেছিলেন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বিস্ফোরক ভাবে কলকাতা বোলারদের ক্লাস নিয়েছিলেন। তিনি তার আইপিএল ক্যারিয়ারের ৩৭ তম হাফ-সেঞ্চুরি করেছিলেন। রোহিত শর্মা ৫ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
কেকেআরের বিপক্ষে এই ইনিংসে রোহিত নিজের নামে অনেক বিশেষ রেকর্ড করেছেন। রোহিত শর্মা আইপিএল ক্যারিয়ারে ২০০ ছক্কাও মারেন। এই ম্যাচে তার ষষ্ঠ ছক্কার সাথে সাথে তিনি এই অবস্থান অর্জন করেছেন। রোহিত শর্মা আইপিএলের ইতিহাসে ছয়ের ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হয়েছেন। রোহিত ছাড়াও ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কেবল এসএস ধোনিই এই রেকর্ডটি অর্জন করেছেন। একই সাথে ক্রিস গেইল ৩২৬ টি ছক্কায় এই তালিকার শীর্ষে রয়েছেন।
এ ছাড়া যে কোনও একটি দলের বিপক্ষে সর্বাধিক রান তোলার ক্ষেত্রে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গেছেন তিনি। ডেভিড ওয়ার্নারের এই রেকর্ডটি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও রেকর্ড রয়েছে।