সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে যুক্ত হতে পারে এনআইএ

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর ঘটনার তদন্তে যুক্ত হতে পারে এনআইএ (NIA)। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। বর্তমানে তিনটি কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার তদন্তে নেমেছে। সিবিআই, এনফর্সমেন্ট ডিরেক্টরেট ও নারকোটেক কন্ট্রোল ব্যুরো সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যুর ঘটনার তদন্ত করছে। যদি এই ঘটনার তদন্তে নামে তাহলে চতুর্থ কেন্দ্রীয় সংস্থা হিসেবে তাদের নাম অন্তর্ভুক্ত হবে এই তালিকায়।

সাধারণত, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তদন্ত করে থাকে এনআইএ। বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে, যার প্রবিধান দেখিয়ে এই ঘটনা তদন্তে নামানো হতে পারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে। যেহেতু এই মামলায় বড়সড় ড্রাগ চক্রের হদিশ মিলেছে, তাই এই চক্রের হদিশ পৌঁছে যেতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রেও, এমনটাই মনে করা হচ্ছে। সেই আশঙ্কা থেকেই এবার এনআইএকে এই ঘটনার তদন্তে নামানো হতে পারে। চলতি বছর ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যার মনে হলেও, ধীরে ধীরে গতিপ্রকৃতি অন্যদিকে মোড় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.