শুরু হয়েছিল মঙ্গলবার সকাল থেকে, ২৪ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। কিন্তু, বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই বাণিজ্যনগরী মুম্বইয়ে। বিগত ২৪ ঘন্টায় ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মুম্বই শহরে। মুম্বই শহরতলিতে বৃষ্টি হয়েছে ২৮০ মিলিমিটার। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের নায়ের হাসপাতাল। এই হাসপাতাল আসলে কোভিড-১৯ রোগীদের হাসপাতাল। ফলে সমস্যায় পড়েছেন স্বাস্থ্য কর্মীরা। অবিরাম বর্ষণে ভাসছে মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত। জলমগ্ন হয়ে পড়েছে ভেন্ডি বাজার, গোল মন্দির, নানা চক, মুম্বই সেন্ট্রাল জংশন, বাওলা কম্পাউন্ড, জে জে জংশন, হিন্দমাতা, কালা চৌকি, সার্থী বার, কিং সার্কেল প্রভৃতি এলাকা। রেললাইনে জল জমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচলও।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, অবিরাম বৃষ্টিপাতের কারণে বুধবার সরকারি এবং বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া মুম্বইবাসীকে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। রেল পরিষেবাও বিপর্যস্ত হয়েছে। মুম্বইয়ের সিওন রেল স্টেশনে জল জমে যায়। পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিরাম বৃষ্টিতে মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে জল জমে গিয়েছে। গ্র্যান্ট রোড থেকে চারনি রোড, লোয়ার পারেল থেকে প্রভাদেবী, দাদর থেকে মাতুঙ্গা, মাতুঙ্গা থেকে মাহিম প্রভৃতি এলাকায়। চার্চগেট এবং আন্ধেরির মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, রেললাইনে জল জমে যাওয়ায়, বুধবার বহু ট্রেনের সময় পরিবর্তন ও গন্তব্য কমিয়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
2020-09-23