৫৫ লক্ষের বেশি করোনা-সংক্রমণ, ভারতে সুস্থতা ৮০.৫৬ শতাংশ

 দিন দিন পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে, হাতের নাগালের বাইরেও চলে যাচ্ছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়। সুস্থতার সংখ্যা অবশ্য স্বস্তি দিচ্ছে। বাড়তে বাড়তে ভারতে ৫৫ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৫,৬২,৬৬৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ( সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৫৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫,০৮৩ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৮,৯৩৫ জন এবং মোট সংক্রমিত ৫৫,৬২,৬৬৪ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৪,৯৭,৮৬১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৫ হাজার ৮৬১।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮৮,৯৩৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৪১০ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৩ জন, অসমে ৫৭৮ জন, বিহারে ৮৭০ জনের, চন্ডীগড়ে ১২৬ জন, ছত্তিশগড়ে ৬৯০ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,০১৪ জনের, গোয়া ৩৬০ জন, গুজরাটে ৩,৩৩৬ জনের, হরিয়ানায় ১,১৭৭ জনের, হিমাচল প্রদেশে ১২৭ জনের, জম্মু-কাশ্মীরে ১,০২৪, জনের, ঝাড়খণ্ডে ৬২৬ জনের, কর্ণাটকে ৮,১৪৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৫৫৩ জন, লাদাখে ৫০ জন, মধ্যপ্রদেশে ২,০০৭ জন, মহারাষ্ট্রে ৩৩,০১৫ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৫৯ জন, মেঘালয়ে ৩৭ জন, নাগাল্যান্ডে ১৫ জন, ওডিশায় ৭১০ জনের, পুদুচেরিতে ৪৬৭ জন, পঞ্জাবে ২,৮৬০ জন, রাজস্থানে ১,৩৫২ জনের, সিকিমে ২৯ জন, তামিলনাড়ুতে ৮,৮৭১ জন, তেলেঙ্গানায় ১,০৫২ জন, ত্রিপুরায় ২৫১ জন, উত্তরাখণ্ডে ৫০১ জন, উত্তর প্রদেশে ৫,১৩৫ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৪২১ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬০ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৮০.৫৬ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১৭.৫৪ শতাংশ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.