ফের রাজ্যে ফের বাড়ল দৈনিক মৃত্যু। একইসঙ্গে সুস্থতাও কমেছে গত কালের তুলনায়। এদিকে সংক্রমিত হয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩১৭৭ জন। গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৫৮জন। এদিন সুস্থতার হার ৮৭.০৫ শতাংশ। ২৪ ঘন্টায় মারা গেছেন ৬১জন। গতকাল রাজ্যে একদিনে মৃত্যু হয়েছিল ৫৬ জনের। এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৪, ৮০৬জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২লাখ ২৫হাজার ১৩৭জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১লাখ ৯৫হাজার ৯৭২ জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪৩৫৯জনের। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা ৫১৪ টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৫০হাজার ১০৭টি। গত ২৪ ঘণ্টায় ৪৩৫ জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৪৪,২৮৪জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৫জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৫৮১জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৪২৬২জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫০৭জন। সুস্থ হয়ে উঠছেন ৪৬৮জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৫হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭লাখ ৯০হাজার ৫১৮টি। এখন রাজ্যে ৭৭টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।