বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যার জেরে রাজ্যের পশ্চিমের জেলাগুলি এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বুথ কমিটির মিটিং-এ ফের অভিযোগ! ‘মধ্য’পন্থা নিলেন অনুব্রত কিছুক্ষণের মধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কিছুক্ষণের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ২১ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতিভারী কিংবা অতিরিক্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের জন্য কমলা সতর্কতা ও মঙ্গলবারের ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) আসানসোল ২৬.৬ বালুরঘাট ২৯.৬ বাঁকুড়া ২৭.১ ব্যারাকপুর ২৭.২ বহরমপুর ২৫.৮ বর্ধমান ২৪.৮ ক্যানিং ২৬.৪ কোচবিহার ২৪.১ দার্জিলিং ১৭.৬ দিঘা ২৫.৫ কলকাতা ২৭.৩ মালদহ ২৭.১ পুরুলিয়া ২৬ শিলিগুড়ি ২৩.৬ শ্রীনিকেতন ২৬.৬
2020-09-21