মমতার ‘স্টাইলে’ রাজনীতি করতে গিয়ে রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন ডেরেক-দোলা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্টাইলে সংসদে রণংদেহী মেজাজ দেখাতে গিয়ে সাসপেন্ড হলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও সাংসদ দোলা সেন (Dola Sen)। সোমবার সকালে রাজ্যসভার যে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, তৃণমূল কংগ্রেসের (TMC) ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজীব সতাব, রিপুণ বোরা ও সৈয়দ নাজির হুসেইন, সিপিএমের কে কে রাগেশ ও এলামারাম করিম এবং আম আদমি পার্টির সঞ্জয় সিং। নিয়মবিরুদ্ধ ব্যবহারের জন্য তাঁদের এক সপ্তাহ সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ অধিবেশনের বাকি দিনগুলিতে তাঁরা আর অংশ নিতে পারবেন না। আর দলীয় সাংসদদের সাসপেন্ড হওয়ার কথা প্রকাশ্যে আসতেই আক্রমনাত্মক টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আট জন এমপি যারা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেছিলেন তাদের স্থগিত করা দুর্ভাগ্যজনক এবং এই স্বৈরাচারী সরকারের মানসিকতার প্রতিফলন যা গণতান্ত্রিক রীতিনীতি ও নীতিগুলিকে সম্মান করে না। আমরা মাথা নত করব না এবং আমরা সংসদে এবং রাস্তায় এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করব।”

অতীতে লোকসভায় একবার প্রতিবাদ জানাতে গিয়ে কাগজ ছিঁড়ে তৎকালীন ডেপুটি স্পিকার এ এস আটওয়ালের দিকে ছুঁড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সেই ভূমিকা নিয়ে সেবার সমালোচনা হয়েছিল বিভিন্ন মহলে। রবিবার যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢংয়েই প্রতিবাদী হয়ে ওঠেন রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। কৃষি বিলের প্রতিবাদ জানাতে গিয়ে অতি নাটকীয় ভাবে ওয়েলে নেমে পড়েন তিনি। তারপর সভার চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের আসনের সামনে পৌঁছে গিয়ে রাজ্যসভার রুল বুক (Rajya Sabha Rule Book) ছিঁড়ে ফেলার চেষ্টা করেন তিনি। শুধু তাই নয় হরিবংশ নারায়ণের মাইক্রোফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করেন ডেরেক।
নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হতে থাকে রুল বুক ছেড়ে দিয়েছেন তৃনমূলের রাজ্যসভার দলনেতা। যদিও পরে ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, “আমি কোনও রুল বুক ছিঁড়িনি বা ছেঁড়ার চেষ্টাও করিনি। বিভ্রান্তি মূলক প্রচার করা হচ্ছে আমার বিরুদ্ধে।” যদিও রবিবার বিকেল থেকেই বিজেপির নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সংসদের ছবি তুলে ধরে দাবি করতে থাকেন যুবক ছেড়ে গণতন্ত্রবিরোধী কাজ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন সকালেই সেই অভিযোগে সাসপেন্ড করা হলো ডেরেক ও’ব্রায়েন দোলা সেন সহ মোট আটজন রাজ্যসভার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.