দেশজুড়ে সংক্রমণের ঊর্ধ্বগতি জারি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত প্রায় ৮৭ হাজার মানুষ। একদিনে দেশে করোনায় মৃত আরও ১১৩০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ছুঁইছুঁই। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৮৮ হাজারের কাছাকাছি পৌঁছেছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতিতে ঘোর উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।
দেশে করোনার কামড় জারি। কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না সংক্রমণের গতিতে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে হাজার-হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে ঘুম ছুটছে রাজ্য প্রশাসনগুলির। চরম উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রকও।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪ লক্ষ ৮৭ হাজার ৫৮১। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি সুস্থও হচ্ছেন অনেকেই। প্রায় ৪৪ লক্ষ মানুষ ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। দেশে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ২৯৯। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ হাজার ৮৮২।
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা রাজ্য সরকারগুলির। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় একাধিক ব্যবস্থা নিলেও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।
পরিস্থিতি পর্যালোচনায় এই রাজ্যগুলি-সহ মোট ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে আরও কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়েই আলোচনা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের মধ্যে করোনার সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লক্ষ ৮৮ হাজার ১৫। সেরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ২১৬।
সংক্রমণ বাড়ছে তামিলনাড়ুতেও। দক্ষিণের এই রাজ্যে সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৩৬ হাজার ৪৭৭। করোনা আক্রান্ত হয়ে তামিলনাড়ুতে ইতিমধ্যেই ৮ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে।
কর্নাটকেও চোখ রাঙাচ্ছে করোনা। সেরাজ্যে সংক্রমিতের মোট সংখ্যা ৫ লক্ষ ১১ হাজার ৩৪৬। কর্নাটকে করোনার বলি এখনও পর্যন্ত ৭ হাজার ৯২২ জন। উত্তরপ্রদেশেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে করোনা। সেরাজ্যে ইতিমধ্যেই ৩ লক্ষ ৪৮ হাজার ৫১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৫৩ জনের।