জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় ফের উত্তপ্ত পরিস্থিতি। ফের উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা পাকিস্তানের। ড্রোন ব্যবহার করে ভারতীয় টাকা ও অস্ত্র সরবরাহের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শনিবার জম্মু কাশ্মীর পুলিশ প্রধান দিলবাগ সিং বলেন এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এই তিন ধৃত লস্কর এ তইবা জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে খবর। পাকিস্তানের পাঠানো অস্ত্র ও টাকা সংগ্রহ করতে যেতেই পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেই পুলিশের সন্দেহ হয়। দিলবাগ সিং বলেন শুক্রবার রাতে জম্মু রিজিয়নের রাজৌরি সেক্টরে পুলিশ ও ৩৮ রাষ্ট্রীয় রাইফেলস যৌথ অভিযান চালায়।
গ্রেফতার হওয়া তিন জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা। ওই তিনজনই পাকিস্তান থেকে পাঠানো টাকা ও অস্ত্র কুড়িয়ে নিয়ে যেতে এসেছিল। এদিন সাংবাদিকদের শীর্ষ পুলিশ কর্তা মুকেশ সিং বলেন এই নিয়ে তিন বার সফল অভিযান চালাল যৌথবাহিনী। সেপ্টেম্বর মাসের ১১ তারিখে রাজৌরি ও পুঞ্চে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এদিন যৌথবাহিনীর দিকে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। ওই জঙ্গিদের কাছ থেকে ১ লক্ষ টাকা, ২টো একে ৪৭ রাইফেল, দুটো পিস্তল, চারটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্র ও টাকা পাকিস্তান থেকে ড্রোন মারফত এসেছে বলে খবর।
এদিকে, একদিন আগেই পুলওয়ামা ধাঁচের নাশকতা ঘটানোর পরিকল্পনা ব্যর্থ করে যৌথবাহিনী। জম্মু কাশ্মীর হাইওয়ে থেকে উদ্ধার করা হয় ৫২ কেজি বিস্ফোরক।
যে এলাকায় ২০১৯ সালের হামলা চলে, যে হামলায় ৪০ জন জওয়ান মারা যান, সেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। সেনা এই প্রেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করে। জানানো হয় বৃহস্পতিবার সারা দিন যৌথ বাহিনী তল্লাশি চালায়। গাড়িকল এলাকার কারেওয়া অঞ্চলে তল্লাশি চলে। উদ্ধার করা হয় একটি সিনটেক্সের জলের ট্যাঙ্ক। এটি মাটিতে পোঁতা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী।
৫২ কেজির বিস্ফোরক উদ্ধার করা হয় ওই জলের ট্যাঙ্ক থেকে। মোট ৪১৬টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, যার প্রতিটির মধ্যে ১২৫ গ্রাম করে বিস্ফোরক ছিল। পরে আপেকটি জলের ট্যাঙ্ক থেকে ৫০টি ডিটোনেটর উদ্ধার করা হয়। এই বিস্ফোরকগুলি সুপার ৯০ নামে পরিচিত। যেখান থেকে এই বিস্ফোরক উদ্ধার হয়, সেটি হাইওয়ের থেকে খুব কাছে এবং পুলওয়ামা হামলার স্থল থেকে মাত্র ৯কিমি দূরে।