তৃণমূল কংগ্রেসের তোলাবাজি নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়িকেও রেহাই দায় নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবেই সরাসরি আক্রমণ করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসুর হয়ে প্রচার সভা করতে এসেছিলেন নির্মলা।
সেখানে নির্মলাই অভিযোগ , বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজির শেষ সীমায় পৌঁছে গিয়েছে। দক্ষিণ কলকাতার বসু পরিবারও রেহাই পায়নি। নির্মলার অভিযোগ দক্ষিণ কলকাতায় নেতাজির বাড়ি সংস্কার করার প্রয়োজন হয়ে পড়েছিল। সিন্ডিকেট মাফিয়া এবং তোলাবাজরা এসে হাজির হলো। ওই বাড়িতে একজন সাংসদ ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ (তৃণমূল সাংসদ এবং নেতাজি পরিবারের সদস্য সুগত বসুর নাম করেননি নির্মলা)।
তিনি তোলাবাজদের সাবধান করে বলেন, তিনি তৃণমূলের সাংসদ। তাঁর কথায় কর্ণপাত করেননি তোলাবাজরা। এরপর তিনি বলেন, আরে এটা নেতাজির বাড়ি। নেতাজিকে স্বাভাবিকভাবেই চিনতে পারেনি তোলাবাজরা। নির্মলার বক্তব্য, শেষ পর্যন্ত ওই সাংসদ বিদেশে চলে যান। যেই রাজ্যে নেতাজির বাড়িও তোলাবাজদের দখলে চলে যায়, সেই রাজ্যে সাধারণ মানুষের বাড়ির নিরাপত্তা কোথায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেট এবং তলাবাজিকে প্রশ্রয় দিয়ে নিজের রাজ্যকে শান্তিপ্রিয় নাগরিকদের থাকার অযোগ্য করে তুলেছেন বলে মনে করেন নির্মলা। তৃণমূলের সংসদ সুগত বসুর নাম না করলেও নির্মলা নিজের বক্তব্যে ইঙ্গিত করেছেন, তৃণমূলের প্রতি বিরক্তিতেই, ফের নির্বাচনে লড়াইয়ের পথে হাটেননি যাদবপুরের এই সাংসদ।