সোমবার কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর বেশ শান্তিপূর্ণ ভাবেই মিটেছে বারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব। কিন্তু ভোট মিটে যাওয়ার পরও অশান্ত হয়ে উঠেছে বারাকপুর লোকসভা কেন্দ্রের কিছু এলাকা। ভোট পরবর্তী সন্ত্রাস এবার কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়া এলাকায়।
গতকাল ভোট শেষের পর রাত সাড়ে বারোটা নাগাদ বারাকপুর লোকসভা কেন্দ্রের কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়া এলাকার জ্যোতি সংঘ ক্লাব লক্ষ করে বোমা মারা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতে ক্লাব বন্ধ হয়ে যাওয়ার পর দুজন দুষ্কৃতী স্কুটিতে করে আসে এবং ওই ক্লাবটিকে লক্ষ করে পর পর দুটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। দুটি বোমাই গিয়ে ক্লাবের দরজায় লাগে ফলে ক্লাবের বন্ধ দরজার এক পাশ ভেঙে যায় বলে দাবি এলাকাবাসীর।
এরপর স্থানীয় এক বাসিন্দা ভোটের সরকারি কাজ করে বাড়ি ফিরছিল তাকে উদ্যেশ্য করে বন্দুক উচিয়ে দুষ্কৃতীরা ধাওয়া করে বলে অভিযোগ। ওই ভোট কর্মীর অভিযোগ, বোমা মারার পর হাওয়ায় দুই রাউন্ড গুলিও চালায় ওই দুষ্কৃতীরা। এমন পরিস্থিতিতে পরে কোন রকমে একটি বাড়িতে ঢুকে প্রান বাঁচান।
তিনি আরো জানান ওই দুষ্কৃতীদের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল ফলে তিনি কাউকেই চিনতে পারেন নি।
জ্যোতি সংঘের সভাপতির অভিযোগ, তাদের ক্লাবের সঙ্গে যেহেতু কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায় জড়িত এবং তিনি সমাজসেবার কাজ করেন তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কাঁচরাপাড়ার পুরপ্রধান সুদামা রায়ও। ঘটনার পর বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন তাদের কাছে ক্লাবের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে এই ঘটনা সম্পর্কে বিজেপির দাবি, তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বিজেপি এই ধরনের কাজ করতেই পারে না, বরং তৃণমূল হারের ভয়ে সবকিছুতেই বিজেপির ভূত দেখছে। বিজেপির তরফ থেকে ক্লাবে বোম মারার ঘটনাকে সম্পূর্ণ ভাবে তৃণমূলের সাজানো ঘটনা বলে দাবি করা হয়েছে।
অপর দিকে, ভোট পরবর্তী পরিস্থিতিতে ব্যারকপুরে বিজেপি কর্মী সঞ্জয় রায়কে মারধোরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমন কি তার বাড়িতেও হামলা করে বাড়ির মহিলাদের মারধোর করা হয় বলেও অভিযোগ । ইতিমধ্যেই এই গোটা ঘটনা সম্পর্কে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তৃণমূলের তরফে এই গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছ। শুধু তাই নয়, টিটিগড়ের এলাধিক জায়গায় রাতভর বোমাবাজির শব্দ শোনা গিয়েছে বলে জানা গিয়েছে।