কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে এখন লাগাতার সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। চলতি বছরে এখনও পর্যন্ত শুধুমাত্র শ্রীনগরে সুরক্ষা বাহিনীর সফল অভিযানে নিকেশ হয়েছে ১৬ জন সন্ত্রাসবাদী এবং জম্মু ও কাশ্মীরে ৭২টি সফল অভিযানে খতম হয়েছে ১৭৭ জন জঙ্গি। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। ডিজিপি জানিয়েছেন, চলতি বছরে, শ্রীনগর এলাকায় সাতটি সফল অভিযানে নিকেশ করা হয়েছে ১৬ জন জঙ্গিকে। চলতি বছরে এখনও পর্যন্ত সমগ্র জম্মু ও কাশ্মীরে ৭২টি সফল অভিযানে খতম হয়েছে ১৭৭ জন জঙ্গি। এই ১৭৭ জন জঙ্গির মধ্যে পাকিস্তানি জঙ্গিও রয়েছে।
বৃহস্পতিবার সকালেই শ্রীনগর জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন জঙ্গি। সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন আহত হন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন অফিসার। এছাড়াও গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে মৃত্যু হয় একজন মহিলার। শ্রীনগরের বাতামালু এলাকার ঘটনা। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ জন জঙ্গির দেহ উদ্ধার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। এই এনকাউন্টার প্রসঙ্গে ডিজিপি জানিয়েছেন, শ্রীনগরের বাতামালু এলাকায় বৃহস্পতিবারের অভিযানে ৩ জন জঙ্গি মারা গিয়েছে। দুৰ্ভাগ্যবশত একজন মহিলা হয়েছে এবং সিআরপিএফ-এর একজন ডেপুটি কমান্ডান্ট জখম হয়েছেন।