২ কোটি ১২ লক্ষের বেশি সুস্থ হয়েছেন করোনা থেকে

টিকা নিয়ে চলছে জোরদার গবেষণা। রুশ টিকা বের হলেও কবে আসবে বিভিন্ন দেশে সেটা স্পষ্ট নয়। এসবের মাঝে করোনা হামলার শিকার হয়েও থেকে বেঁচে গিয়েছেন বিশ্বে ২ কোটি ১২ লক্ষের বেশি মানুষ।

গত বছ চিনের হুবেই প্রদেশের উহান শহরে হামলা হয়েছিল করোনাভাইরাসের। এখানে এই ভাইরাস ২১৩টি দেশে ছড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত করোনায় মোট মৃত ৯ লক্ষ ৩২ হাজার ৬৫৪ জন।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, করোনাভাইরাসে বিশ্বে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত ২ কোটি ৯৪ লক্ষের বেশি। ৭২ লক্ষ ৩১ হাজার ৬৩৩ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭৭২ জন আশঙ্কাজনক।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সুস্থ ৪০ লক্ষ ২৭ হাজারের বেশি। ভারতে ৩৮ লক্ষ ৫৬ হাজার ২৪৬, ব্রাজিলে ৩৬ লক্ষ ১৩ হাজার ১৮৪ জন। তবে দক্ষিণ এশিয়ায় করোনা হামলা সর্বাধিক ভারতেই।

ওয়ার্ল্ডোমিটার আরও জানাচ্ছে, রাশিয়ায় ৮ লক্ষ ৭৮ হাজার ৭০০, দক্ষিণ আফ্রিকায় ৫ লক্ষ ৭৯ হাজার ২৮৯, পেরুতে ৫ লক্ষ ৭৩ হাজার ৩৬৪, কলম্বিয়ায় ৬ লক্ষ ছয় হাজার ৯২৫, মেক্সিকোতে ৪ লক্ষ ৭৫ হাজার ৭৯৫, চিলিতে ৪ লক্ষ ৭ হাজার ৭২৫, ইরানে ৩ লক্ষ ৪৮ হাজার ১৩, সৌদি আরবে ৩ লক্ষ তিন হাজার ৯৩০, পাকিস্তানে ২ লক্ষ ৮৯ হাজার ৮০৬, বাংলাদেশে ২ লক্ষ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.