শেষ হল দীর্ঘতম টানেলের কাজ। ১০ বছর পর টানেলে যুক্ত হল মানালি ও লে। ১০,০০০ ফুট উচ্চতায় এটাই বিশ্বের দীর্ঘতম টানেল। ৬ বছরের মধ্যে সেই কাজ সমওঊর্ণ হওয়ার কথা ছিল। অবশেষে ১০ বছর বাদে সেটির কাজ শেষ হল।
এই প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার কেপি পুরুষোত্তম জানিয়েছেন, ওই টানেলের প্রত্যেক ৬০ মিটার পর পরই সিসিটিভি বসানো হয়েছে। এই টানেল তৈরির ফলে মানালি ও লে-র দরত্ব কমে গেল ৪৬ কিলোমিটার। ৪ ঘণ্টা পর্যন্ত সময় বাঁচানো সম্ভব হবে।