নগরায়ণ বর্তমান সময়ের বাস্তবতা : প্রধানমন্ত্রী

নগরায়ণ বর্তমান সময়ের বাস্তবতা। বহু দশক ধরে মনে করা হত নগরায়ণ আসলে একটি সমস্যা। কিন্তু, যদি এটি সমস্যা হয়, তাহলে সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিহারে নগরায়ণ ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সম্পর্কিত সাতটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সাতটি প্রকল্পের মধ্যে চারটি জল সরবরাহের সঙ্গে সম্পর্কিত, দু’টি নিকাশি ব্যবস্থা এবং একটি রিভারফ্রন্টের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে প্রমুখ। এদিন প্রধানমন্ত্রী বলেন, নগরায়ণ বর্তমান সময়ের বাস্তবতা। এখন সমগ্র বিশ্বে নগরায়ণ উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। বহু দশক ধরে মনে করা হত নগরায়ণ আসলে একটি সমস্যা। কিন্তু, আমি এমনটা মোটেও মনে করি না, যদি এটি সমস্যা হয়, তাহলে সম্ভাবনাও রয়েছে। নগরায়ণের অনেক বড় সমর্থক ছিলেন বি আর আম্বেদকর, অনেক আগেই তিনি এই সত্যতা উপলব্ধি করেছিলেন।প্রধানমন্ত্রী এদিন বলেন, আমাদের শহরে সম্ভাবনা যেন থাকে, সমৃদ্ধি যেন থাকে, সম্মান ও সুরক্ষাও যেন থাকে, সশক্ত সমাজ হোক, আধুনিক সুবিধাও থাকুক। অর্থাৎ শহর এমন হওয়া উচিত, বিশেষ করে আমাদের যুব সমাজকে এগিয়ে যাওয়ার জন্য নতুন ও অসীম সম্ভাবনা যেন থাকে। শহর এমন হওয়া উচিত যেখানে সমস্ত পরিবার সুখ ও সমৃদ্ধির সঙ্গে বাঁচতে পারেন। এটাই তো দেশের স্বপ্ন। এই লক্ষ্যে দেশ এগিয়েও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.