অনির্বচনীয় পরিস্থিতিতে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না রাখার যে প্রস্তাব সরকারপক্ষের তরফ থেকে পেশ করা হয়েছিল রাজ্যসভায় সেটি পাশ হয়ে গিয়েছে।বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সোমবার রাজ্যসভায় এই প্রস্তাবটি পেশ করেন। এই প্রস্তাবের বিপক্ষে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস সংসদ গুলাম নবি আজাদ সহ অন্যান্য বিরোধীরা। প্রস্তাব পেশ এর সময় সংসদ বিষয়ক মন্ত্রী দাবি করেছিলেন করোনা পরিস্থিতির মত অনির্বচনীয় সময় নিরাপত্তার দিকটি মাথায় রেখেই প্রশ্নোত্তর পর্ব স্থগিত করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ডেরেক ও’ব্রায়েন বলেছেন, সংসদ বিষয়ক কার্যবিধির আত্মা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ জানিয়েছেন জনগণের অধিকার আছে সরকারের কাছ থেকে প্রশ্নের উত্তর জানা ।
নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ সেই কাজটি করে থাকে। প্রশ্নোত্তর পর্ব তুলে দিয়ে আদতে জনগণের স্বার্থ লংঘন করা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান বলেন ১৯৬২ সালের যুদ্ধের সময় সংসদে প্রশ্নোত্তর পর্ব স্থগিত করে দেওয়া হয়েছিল। সংসদ বিষয়ক মন্ত্রী চেয়ারম্যানকে জানিয়েছেন দুই একটি রাজনৈতিক দল ছাড়া বাকি সব ক’টি প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়ার পক্ষে সায় দিয়েছে।