২০২০ আইপিএলে সেরা ১০ ভারতীয় ব্যাটসম্যান

আর মাত্র পাঁচ দিন পরেই মর শহরে শুরু হচ্ছে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ৷ বিশ্বের সবচেয় বড় টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে গত বছর ধরে দাপট দেখিয়ে এসেছেন ব্যাটসম্যান৷ দুবাইয়ে ১৩তম আসরের আগে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সেরা ১০ ভারতীয় ব্যাটসম্যানকে৷

বিরাট কোহলি: আইপিএলের জন্মলগ্ন থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের হয়ে খেলে চলেছেন কোহলি৷ আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাঁর ঝুলিতেই৷ এখনও পর্যন্ত আইপিএলে ১৭৭টি ম্যাচ খেলেছেন বিরাট৷ করেছেন ৫৪১২ রান৷ স্ট্রাইক-রেট ১৪১.৪৬৷ গড় ৩৭.৮৪৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৩৩৷ পাঁচটি সেঞ্চুরির মালিক তিনি৷ এর মধ্যে চারটি সেঞ্চুরি করেন একই মরশুমে৷ অর্থাৎ ২০১৬ আইপিএল চারটি সেঞ্চুরি করে দলকে একাই ফাইনালে তুলেছিলেন আরিসিবি ক্যাপ্টেন৷

রোহিত শর্মা: বিশ্বক্রিকেটে এই মুহূর্তে ভয়ঙ্কর ব্যাটসম্যান হলেন রোহিত৷ দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সে খেলছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান৷ পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে চারবার ট্রফি দিয়েছেন রোহিত৷ যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক৷ আইপিএলে বিরাটের থেকে বেশি ম্যাচ খেলেছেন রোহিত৷ ১৮৮টি ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৪৮৯৮ রান৷ স্ট্রাইক-রেট ১৩০.৮২৷ গড় ৩১.৬০৷ সেঞ্চুরির সংখ্যা মাত্র একটি৷ আর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১০৯ রান৷

ঋষভ পন্ত: দিল্লি ক্যাপিটালসের এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান আইপিএলের হাত ধরেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন৷ ২০১৮ সালে তাঁর ব্যাটিং বিশেষজ্ঞদের নজর কাড়ে৷ সেবার ১৪ ম্যাচে তাঁর স্ট্রাইক-রেট ছিল ১৭৩.৬০৷ আর গড় ৫২.৬১৷ এখনও পর্যন্ত আইপিএলে ৫৪টি ম্যাচ খেলেছেন দিল্লির এই তরুণ তুর্কি৷ করেছেন ১৭৩৬ রান৷ সেঞ্চুরির সংখ্যা একটি৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১২৮ নট-আউট৷

লোকেশ রাহুল: কিংস ইলেভেন পঞ্জাবের এ মরশুমের ক্যাপ্টেন রাহুল আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান৷ শেষ দু’টি মরশুমে পার্পেল ক্যাপ ছিল তাঁর দখলে৷ করেছিলেন ১২০০ রান৷ ২০১৮ ও ২০১৯ মরশুমে যথাক্রমে ৬৫৯ এবং ৫৯৩ রান এসেছিল তাঁর ব্যাট থেকে৷ তবে চোটের জন্য ২০১৭ আইপিএলে খেলতে পারেননি তিনি৷ এখনও পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন তিনি৷ একটি সেঞ্চুরি-সহ মোটে ১৯৭৭ রান করেছেন কর্নাটকের এই স্টাইলিশ ব্যাটসম্যান৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১০০ নট-আউট৷ গড় ৪২.০৬৷

শিখর ধাওয়ান: বেশ কয়েক বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার পর ২০১৮ মরশুমে দিল্লি ক্যাপিটালসে ফিরে আসেন দিল্লির এই বাঁ-হাতি ওপেনার৷ নিজের শহরের দলের হয়েও ব্যাট হাতে দারুণ সফল ‘গব্বর’৷ ২০১৮ ও ২০১৯ মরশুমে যথাক্রমে ৪৯৭ ও ৫২১ রান করেন তিনি৷ আইপিএলে ১৫৯টি ম্যাচ খেলে ৪৫৭৯ রান করেছেন বাঁ-হাতি এই ওপেনার৷ স্ট্রাইক-রেট১২৪.৮০৷ গড় ৩৩.৪২৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৯৭ রান৷

মহেন্দ্র সিং ধোনি: আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সফল ক্যাপ্টেন হলেন ধোনি৷ চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ ১০ বছর খেলছেন তিনি৷ স্পট-ফিক্সিং কাণ্ডের জন্য দু’বছর সুপার কিংস নির্বাসিত থাকায় সে সময় পুণে রাইজিং সুপারজায়েন্টের হয়ে খেলেছিলেন ধোনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর দখলে৷ এখনও পর্যন্ত ১৯০টি ম্যাচ খেলেছেন তিনি৷ চেন্নাই সুপার কিংসকে তিনবার ট্রফি দেওয়া ক্যাপ্টেন ধোনি ব্যাট হাতে ৪৪৩২ রান করেছেন৷ স্ট্রাইক-রেট ১৩৭.৮৫৷ গড় ৪২.২০৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৮৪৷

মনীশ পাণ্ডে: ঋষভ পন্তের মতো আইপিএলের হাত ধরেই ভারতীয় দলে ডাক পান মনীশ৷ আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার নজির তাঁর দখলে৷ কলকাতা নাইটা রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলছেন তিনি৷ তবে গত মরশুমে নাইট রাইডার্স থেকে সানরাইজার্স হায়দরাবাদে চলে যান মারকুটে এই ডানহাতি ব্যাটসম্যান৷ আইপিএলে ১৩০টি ম্যাচে একটি সেঞ্চুরি-সহ ২৮৪৩ রান করেছেন তিনি৷ স্ট্রাইক-রেট ১২০.২২৷ গড় ২৯.৩০৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৪০ রান৷

শুভমন গিল: বছর কুড়িরে পঞ্জাবের এই তরুণ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংরে অন্যতম শক্তি৷ আইপিএলের সংক্ষিক্ত কেরিয়ারে নজর কেড়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই সদস্য৷ মাত্র দু’টি মরশুমে খেলেছেন তিনি৷ এখনও পর্যন্ত আইপিএলের ২৭টি ম্যাচে ৪৯৯ রান করেছেন ভারতীয় ক্রিকেটের এই প্রতিশ্রুতিময় ব্যাটসম্যান৷ স্ট্রাইক-রেট ১৩২.৩৬৷ গড় ৩৩.২৬৷ সর্বোচ্চ স্কোর ৭৬৷

সঞ্জু স্যামসন: রাজস্থান রয়্যালসের হয়ে বেশ কয়েক বছর খেলছেন সঞ্জু৷ আইপিএলে সফলও বলা চলে৷ ফের ভারতীয় দলে ঢোকার জন্য আইপিএল হাতিয়ার কেরলের এই উইকেটকিপার ব্যাটসম্যান৷ এখনও পর্যন্ত আইপিএলে ৯৩টি ম্যাচে ২২০৯ রান করেছেন তিনি৷ দু’টি সেঞ্চুরি রয়েছে তাঁর দখলে৷ স্ট্রাইক-রেট ১৩০.২৪৷ গড় ২৭.৬১৷

পৃথ্বী শ: ভারতীয় ক্রিকেটে অন্যতম প্রতিশ্রুতিময় ব্যাটসম্যান মুম্বইয়ের এই ডানহাতি৷ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক টেস্ট অভিষেক সেঞ্চুরি করে তাঁর প্রতিভার পরিচয় দেন৷ দু’ বছর আগে তাঁর টেস্ট অভিষেক হলেও চোটের জন্য এক বছর ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি৷ তবে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার ফের পারফরর্ম করে ভারতীয় দলে ঢুকতে মরিয়া মুম্বইয়ের এই তরুণ তুর্কি৷ মাত্র দু’টি মরশুম আইপিএল খেলছেন৷ ২৫টি ম্যাচে তাঁর রান ৫৯৮৷ স্ট্রাইক-রেট ১৪১.০৩৷ গড় ২৩.৯২৷ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৯৯৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.