৪৮ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৭৯,৭২২

করোনার বাড়বাড়ন্ত ভারতে বাড়ছেই! ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। একইসঙ্গে হু হু করে বাড়ছে মৃত্যু। বাড়তে বাড়তে ভারতে ৪৮ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪৮,৪৬,৪২৮-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১৩৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২,০৭১ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৯,৭২২ জন এবং মোট সংক্রমিত ৪৮,৪৬,৪২৮ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৭,৮০,১০৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৮৬ হাজার ৫৯৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৭৯,৭২২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৪,৯১২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১০ জন, অসমে ৪৬৯ জন, বিহারে ৮২২ জনের, চন্ডীগড়ে ৯৩ জন, ছত্তিশগড়ে ৫৫৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৭৪৪ জনের, গোয়া ২৯০ জন, গুজরাটে ৩,২১০ জনের, হরিয়ানায় ৯৭৫ জনের, হিমাচল প্রদেশে ৭৭ জনের, জম্মু-কাশ্মীরে ৮৭৮ জনের, ঝাড়খণ্ডে ৫৫৫ জনের, কর্ণাটকে ৭,২৬৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪৩৯ জন, লাদাখে ৪০ জন, মধ্যপ্রদেশে ১,৭৬২ জন, মহারাষ্ট্রে ২৯,৫৩১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৪৬ জন, মেঘালয়ে ২৬ জন, নাগাল্যান্ডে ১০ জন, ওডিশায় ৬২৬ জনের, পুদুচেরিতে ৩৮৫ জন, পঞ্জাবে ২,৩৫৬ জন, রাজস্থানে ১,২৩৬ জনের, সিকিমে ১৪ জন, তামিলনাড়ুতে ৮,৩৮১ জন, তেলেঙ্গানায় ৯৭৪ জন, ত্রিপুরায় ২০০ জন, উত্তরাখণ্ডে ৪১৪ জন, উত্তর প্রদেশে ৪,৪২৯ জন এবং পশ্চিমবঙ্গে ৩,৯৪৫ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৮.০০ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২০.৩৬ শতাংশ মানুষ।
২৪ ঘন্টায় ৯.৭৮ লক্ষ, ভারতে ৫.৭২ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট 
ভারতে ফের অনেকটাই নিম্নমুখী করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৯,৭৮,৫০০টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৫.৭২ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর (রবিবার) পর্যন্ত দেশে ৫,৭২,৩৯,৪২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) ভারতে ৯,৭৮,৫০০টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,৭২,৩৯,৪২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে দৈনিক করোনা-পরীক্ষা যত বাড়ছে, ততই দ্রুত ধরা পড়ছে সংক্রমণ। এর আগে শনিবার সারাদিনে ভারতে ১০,৭১,৭০২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.