Live at Ritam: ‘Muslim Personal Law Board; Active separatism under the guise of appeasement’ – September 13, 2020 Sunday – 7:00 p.m.

https://www.facebook.com/RitamBangla/videos/427303824899652/
https://www.facebook.com/RitamBangla/posts/3177210932326978

Live at Ritam:’মুসলিম পার্সোনাল ল বোর্ড ; তোষণের আড়ালে সক্রিয় বিচ্ছিন্নতাবাদ।’ – ১৩ই সেপ্টেম্বর – ২০২০ রবিবার – সন্ধ্যা ৭:০০টায়

অ্যাসোসিয়েশন ফর ডেভলেপমেন্ট অফ বেঙ্গল এবং ‘পাঞ্চজন্য’ আয়োজিত ষষ্ঠ ওয়েবিনার আয়োজিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর, ২০২০ রবিবার সন্ধ্যা ৭:০০টায়। বিষয় – ‘মুসলিম পার্সোনাল ল বোর্ড ; তোষণের আড়ালে সক্রিয় বিচ্ছিন্নতাবাদ।’

প্রধান বক্তা মাননীয় শমীক ভট্টাচার্য্য (বিজেপি রাজ্য নেতা ও প্রাক্তন বিধায়ক), রবিরঞ্জন সেন (বিশিষ্ট অধ্যাপক) ও ওসমান মল্লিক (সমাজকর্মী)।

সঞ্চালনায়- শিশির বাজোরিয়া (চেয়ারম্যান, আই. আই. এম. শিলং), আহ্বায়ক- অরিন্দম চক্রবর্ত্তী, বিষয় ভাবনা- পার্থ(রাজীব) চ্যাটার্জ্জী।

কার্যক্রমটি সরাসরি সম্প্রচারিত হবে ‘ঋতম বাংলা ইউটিউব চ্যানেল’ ও ‘দ্য বেঙ্গল আউল ইউটিউব চ্যানেল’এ।

১৩ই সেপ্টেম্বর, ২০২০ রবিবার সন্ধ্যা ঠিক ৭:০০টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.