সংক্রমণ কমার লক্ষণ নেই দেশে। ফের শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন ৯৪ হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১১১৪ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর দেশে দেশে মোট করোনা সংক্রমণ ছাড়িয়েছে ৪৭ লক্ষের গণ্ডি। দেশে মোট আক্রান্ত ৪৭ লক্ষ ৫৪ হাজার ৩৫৭ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৭৩ হাজার ১৭৫। দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লক্ষ ২ হাজার ৫৯৬ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৫৮৬ জনের।
প্রকোপ যেমন বাড়ছে, তেমনই এই মুহুর্তে লাখ টাকার প্রশ্ন। করোনা ভ্যাকসিন কবে পাওয়া যাবে? করোনা ভ্যাকসিনের আশা করছেন প্রত্যেকেই।গবেষকরা বলছেন, যতক্ষণ না কার্যকরী, নিরাপদ ও সহজলভ্য ভ্যাকসিন নিয়ে আসা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত করোনা ভাইরাসের হাত থেকে কেউই নিরাপদ নন।
অন্যদিকে আশা জাগিয়ে অক্সফোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ইউকে-র সব ট্রায়াল সাইটে ফের ভ্যাক্সিনের পরীক্ষা শুরু হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগে বন্ধ হয়ে গিয়েছিল আক্সফোর্ডের ভ্যাক্সিনের ট্রায়াল। বিশ্বে ১৮০০০ মানুষ এই ট্রায়ালে অংশ নিয়েছে। কিন্তু এক ভলান্টিয়ারের স্পাইনাল ডিসঅর্ডার দেখা দেওয়ার পর ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়।
দেশের মধ্যে এখনও করোনা সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। কিন্তু তবু ঢিলেঢালা গা ছাড়া ভাব সেখানকার একাধিক মানুষের মধ্যে। বিশেষ করে পুনেতে এই মনোভাব সবচেয়ে বেশি। ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুনে পুলিশ পিএমসির সহযোগিতায় মাস্ক ছাড়া বেরোনোর জন্য মোট ২৭ হাজার ৯৮৯ জনের নামে চালান কেটেছে। এদের থেকে জরিমানা হিসেবে ৫০০ টাকা সংগ্রহ করায় মোট টাকা উঠেছে ১৩,৯৯৪,৫০০ টাকা।