ফের হাসপাতালে ভর্তি করা হল অমিত শাহকে (Amit Shah)। শনিবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ফের ভর্তি করা হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (AIMS)। এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রাখা হয়েছে তাঁকে। শ্বাসকষ্ট অনুভব করায় দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে তাঁকে। গত দেড় মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হতে হল অমিতকে। স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর পরিবার ও দলীয় সতীর্থরা। গত মাসের প্রায় পুরোটাই হাসপাতালে কাটাতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। গত ২ আগস্ট টুইট করে অমিত শাহ জানিয়েছিলেন, মারণ করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত তিনি। চিকিৎসকের পরামর্শে সেদিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত ১৪ আগস্ট করোনামুক্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানান তিনি। টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছিলেন, “আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সময় আমার এবং আমার পরিবারের পাশে থেকে যাঁরা নিয়মিত সাহস জুগিয়েছেন, আমার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন হোম আইসোলেশনে থাকব।’’
সেই খবরে গেরুয়া শিবিরে স্বস্তি ফিরলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কারণ তার দিন চারেক পরই ফের অসুস্থ হয়ে পড়েন অমিত শাহ। এবার শ্বাসকষ্টের সমস্যায় পড়েন তিনি। পোস্ট কোভিড কেয়ারের জন্য ১৮ আগস্ট ফের হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের তরফে কোনও বুলেটিন দেওয়া হয়নি। তবে বিজেপির সূত্রের মতে, শ্বাসকষ্টের সমস্যা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এমনিতে স্বরাষ্ট্র মন্ত্রীর ডায়াবেটিস রয়েছে। খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে তিনি বেশ সংযমী। তবে শরীরে প্রকৃত সমস্যা এখন কী তা এইমস বুলেটিন প্রকাশ করলে তবেই স্পষ্ট জানা যাবে।