কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুস্মান ভারত’ নিয়ে এবার ৪ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি ও তেলেঙ্গানা সরকারকে নোটিশ পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প একাধিক রাজ্যে চালু হয়ে গেলেও এখনও পর্যন্ত এই রাজ্যে কেন্দ্রের ওই স্বাস্থ্য প্রকল্প চালু করা হয়নি। সুপ্রিম কোর্টে জমা পড়া একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের ওই প্রকল্প নিয়ে ৪ রাজ্যকে এবার নোটিশ পাঠাল শীর্ষ আদালত।
গোটা দেশ করোনার গ্রাসে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। দেশের অন্য রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের ‘আয়ুস্মান ভারত’ প্রকল্প চালু থাকলেও বাংলা-সহ ৪ রাজ্যে কেন্দ্রের এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এক ব্যক্তি বিষয়টিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেন।
অতিমারীর এই দুঃসময়ে গোটা দেশেই যেন কেন্দ্রের এওই প্রকল্প চালু হয়, সেব্যাপারে পদক্ষেপ করতে তিনি আবেদন জানান সুপ্রিম কোর্টের কাছে। সেই আবেদনের প্রেক্ষিতেই শনিবার প্রধান বিচারপতি বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি ও তেলেঙ্গানা সরকারকে নোটিশ পাঠিয়েছেন।
সাধারণ মানুষকে চিকিৎসা জনিত সুরাহা দিতেই কেন্দ্রীয় সরকারের ‘আয়ুস্মান ভারত’ প্রকল্প চালু করেছে। কেন্দ্রের এই প্রকল্পের পাল্টা হিসেবে বাংলায় ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর দাবি, ‘আয়ুস্মান ভারত প্রকল্পের থেকেও বেশি সুবিধা রয়েছে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে।’ সেই কারণেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য প্রকল্প চালু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু বাংলাই নয়। কেন্দ্রীয় সরকারের ‘আয়ুস্মান ভারত’ প্রকল্প চালু করেনি ওড়িশা সরকারও। একইভাবে তেলেঙ্গানা, খাস রাজধানী দিল্লিতেও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প এখনও চালু হয়নি।
তবে বিষয়টি নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়েছে। কেন কেন্দ্রের এই প্রকল্প সংশ্লিষ্ট রাজ্যগুলিতে চালু করা হল না, তা নিয়ে এবার স্পষ্ট ব্যাখ্যা দিতে হতে পারে রাজ্যগুলিকে।