৪৬ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৭৭,৪৭২

 ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। একইসঙ্গে হু হু করে বাড়ছে মৃত্যু। বাড়তে বাড়তে ভারতে ৪৬ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪৬,৫৯,৯৮৫-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,২০১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৭,৫৭০ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৭,৪৭২ জন এবং মোট সংক্রমিত ৪৬,৫৯,৯৮৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৬,২৪,১৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৫৮ হাজার ৩১৬।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৭৭,৪৭২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৪,৭৭৯ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১০ জন, অসমে ৪৩০ জন, বিহারে ৭৯৭ জনের, চন্ডীগড়ে ৮৬ জন, ছত্তিশগড়ে ৫১৯ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৬৮৭ জনের, গোয়া ২৭৬ জন, গুজরাটে ৩,১৮০ জনের, হরিয়ানায় ৯৩২ জনের, হিমাচল প্রদেশে ৭১ জনের, জম্মু-কাশ্মীরে ৮৫৪ জনের, ঝাড়খণ্ডে ৫৩২ জনের, কর্ণাটকে ৭,০৬৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪১০ জন, লাদাখে ৩৮ জন, মধ্যপ্রদেশে ১,৬৯১ জন, মহারাষ্ট্রে ২৮,৭২৪ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৪৪ জন, মেঘালয়ে ২৪ জন, নাগাল্যান্ডে ১০ জন, ওডিশায় ৬০৫ জনের, পুদুচেরিতে ৩৬৫ জন, পঞ্জাবে ২,২১২ জন, রাজস্থানে ১,২০৭ জনের, সিকিমে ৮ জন, তামিলনাড়ুতে ৮,২৩১ জন, তেলেঙ্গানায় ৯৫০ জন, ত্রিপুরায় ১৮২ জন, উত্তরাখণ্ডে ৩৮৮ জন, উত্তর প্রদেশে ৪,২৮২ জন এবং পশ্চিমবঙ্গে ৩,৮২৮ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬৬ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৭.৭৭ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২০.৫৬ শতাংশ মানুষ। 
২৪ ঘন্টায় ১০.৯১ লক্ষ, ভারতে ৫.৫১ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট 
কখনও কমছে কখনও আবার বাড়ছে, শুক্রবার সারাদিনে অনেকটাই নিম্নমুখী দৈনিক কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৯১,২৫১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৫.৫১ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৫,৫১,৮৯,২২৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে ১০,৯১,২৫১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,৫১,৮৯,২২৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে দৈনিক করোনা-পরীক্ষা যত বাড়ছে, ততই দ্রুত ধরা পড়ছে সংক্রমণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.