সাদা পাজামা-পাঞ্জাবি পরে ভোটকেন্দ্রের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের ছাত্রপরিষদ নেতা মহারাজা নাগ। ভোটাররা আসা মাত্র তিনি বলছেন, “কাকিমা, ১ নম্বর মোতামটা টিপবেন কিন্তু।” আবার কখনও বুথের মধ্যে ঢুকে ভোটারদের দেখিয়েও দিচ্ছেন, কোন বোতামটা টিপতে হবে। এর পরেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পর ওই বুথের প্রসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
ঘটনাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বরের ১১০ নম্বর বুথে। সকাল থেকেই বিজেপি অভিযোগ করে, স্থানীয় তৃণমূল ছাত্রপরিষদ নেতা মহারাজা নাগ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বুথে গিয়ে দেখা যায়, কখনও বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে করে বুথের ভিতরে ঢুকে ভোট দেওয়ার জায়গা পর্যন্ত চলে যাচ্ছেন। কখনও বা বুথের বাইরে দাঁড়িয়ে আগত ভোটারদের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের ‘১ নম্বর বোতাম’ চিনিয়ে দিচ্ছেন।
এরপরেই বিজেপি কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ করে। এই ঘটনার জন্য রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে ১১০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে।
এই ঘটনার পর অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ভোটারদের সুবিধা করে দেওয়ার জন্যই বুথের বাইরে ছিলেন তিনি। কোনও ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করেননি তিনি।