শনিবার মধ্যপ্রদেশে ১.৭৫ লক্ষ বাড়ি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (PMAY-G) প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের আওতায় এই বাড়িগুলি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে মোদীর অফিস।
প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, কোভিড-১৯ চ্যালেঞ্জের মধ্যেই এই বাড়িগুলি তৈরি করা হয়েছে অথবা সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, নতুন বাড়িতে প্রবেশের জন্য “গৃহ প্রভেশাম” নামে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বাড়িতে প্রবেশের সময় পরিবারের ওই অনুষ্ঠানে মোদী অংশ নেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও এই অনুষ্ঠানে অংশ নেবেন।
২০২২ সালের মধ্যে সকলের জন্য বাড়িরর কথা ঘোষণা করেছিল মোদী সরকার। তার অংশ হিসেবেই ২০১৬ সালেওর নভেম্বরে চালু করা হয় (PMAY-G) প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ। এই যোজনার আওতায় ইতিমধ্যে দেশজুড়ে ১.১৪ কোটি বাড়ি তৈরি করা হয়ে গিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রদেশে এখন পর্যন্ত ১৭ লক্ষ দরিদ্র প্ররিবার এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে।
পিএমএওয়াই-জি এর আওতায় প্রতি সুবিধাভোগীকে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে ৬০:৪০ অনুপাতে অনুদান দেওয়া হয়ে থাকে। এরফলে লাভবান হয় দরিদ্র মানুষেরা।
এই স্কিমের আওতায় ২০২২ সালের মধ্যে ২.৯৫ কোটি বাড়ি বানানোর পরিকল্পনা করা হয়েছে।