শেষ ২৪ ঘন্টায় ফের রেকর্ড হারে সংক্রমণ দেখল দেশ। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১২০৯ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ৪৫ লক্ষ। সংখ্যার বিচারে দেশজুড়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন, ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৫ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস ৯ লক্ষ ৪৩ হাজার ৪৮০। সুস্থ হয়ে উঠেছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৪ জন। দেশজুড়ে করোনার বিচারে মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের।
দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি যা, তাতে যে কোনও দিন একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের ঘর ছুঁতে পারে। পরিস্থিতি রীতিমতো ভয়ানক বলে মনে করছেন অনেকে।
এদিকে করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের। উপসর্গ থাকলেও Rapid Antigen Test-এ করোনা রিপোর্ট নেগেটিভ এলে ফের তাঁর কোভিড পরীক্ষা করাতে হবে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনই নির্দেশিকা পাঠানো হয়েছ রাজ্য সরকারগুলিকে।
দ্রুত সংক্রমিতকে খুঁজে বের করতেই Rapid Antigen Test চলছে দেশজুড়ে। গত কয়েক মাসে এই পদ্ধতিতে করোনা পরীক্ষায় দেখা গিয়েছে, বেশ কয়েকটি ক্ষেত্রে উপসর্গ থাকলেও Rapid Antigen Test-এ রিপোর্ট নেগেটিভ এসেছে।
অথচ পরে সেই ব্যক্তিই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রক। শেষমেশ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফএ রাজ্যগুলিকে স্পষ্ট করে জানানো হয়েছে, উপসর্গ থাকা সত্ত্বেও Rapid Antigen Test রিপোর্ট নেগেটিভ এলে রোগীর আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করতে হবে।
অন্যদিকে আপাতত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করে দিয়েছে পুণের সেরাম ইন্সটিটিউট। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার নোটিশ পাওয়ার পরেই টিকার ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্বের সর্ববৃহৎ টিকা তৈরির এই সংস্থা।
করোনার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতেই ট্রায়াল বন্ধ রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ডের এই টিকাই ভারতে তৈরি করছে সেরাম। তবে সেরাম ইন্সটিটিউট টিকা তৈরির কাজ চালিয়ে যাওয়ায় নোটিশ পাঠায় ডিসিজিআই। তারই জেরে আপাতত ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত সংস্থার।