ফের সুখবর রিলায়েন্স (Reliance) কর্নধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) জন্য। আবারও বিদেশি সংস্থার বড়সড় লগ্নি পেতে চলেছে তাঁর সংস্থা। রিলায়েন্স জিও (Relaince JIO)–র পর এবার রিলায়েন্স রিটেলে বিনিয়োগ করতে চলেছে বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি বিনিয়োগকারী সংস্থা সিলভার লেক পার্টনার্স (Silver Lake Partners) বা এসএলপি। জিওর ২% শেয়ার প্রায় ১০,২০৩ কোটি টাকায় কিনে নেওয়ার পর পুনরায় রিলায়েন্স রিটেলে ৭,৫০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে সিলভার লেক। এর ফলে রিলায়েন্সের ১.৭৫% শেয়ার কিনে নিতে চলেছে তারা।
এর আগে টুইটার (Twitter), ডেল (Dell), এয়ার বিএনবি (Airbnb)-র মতো সংস্থায় বিনিয়োগ করা সিলভার লেকের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগের প্রসঙ্গে মুকেশ আম্বানি বলেন, ‘‘ভারতীয় রিটেল সেক্টরে দেশের সমস্ত সাধারণ মানুষকে সুবিধে দিতে এবং দেশজুড়ে ছোট ছোট ব্যবসায়ীদের নিজেদের সঙ্গে যুক্ত করতে রিলায়েন্সের যে প্রচেষ্টা তাতে এবার জুড়েছে সিলভার লেক পার্টনার্সও। এই ঘোষণা করতে পেরে আমি খুবই আপ্লুত। আমার বিশ্বাস, আমরা একসঙ্গে এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করব, যেখানে রিটেল ক্ষেত্রের প্রভূত উন্নতিসাধন সম্ভব। আশা করি সিলভার লেক এতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।’’
প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) বার্ষিক টার্নওভার ৬ লক্ষ ৫৯ হাজার ২০৫ কোটি টাকা। গত আর্থিক বছরে তাঁদের মোট লাভের পরিমাণ ৩৯ হাজার ৮৮০ কোটি টাকা। তবে করোনা আবহে তা কিছুটা কমলেও গুগল, ফেসবুকের বিনিয়োগের পর এবার সিলভার লেকের বিনিয়োগের পর তা যে আরও উর্ধ্বমুখী হবে, তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজার সম্বন্ধে আরআইএলের দক্ষতা, এআই ও এআর/ভিআর সংক্রান্ত প্রযুক্তি এবং ডেটাপ্রদানের ক্ষমতা রিলায়েন্সের দিকে বিদেশি বিনিয়োগ টেনে আনছে।