কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। লুকোচুরি খেলছে মেঘ। কোথাও দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। যদিও এখনও পর্যন্ত ভারী বৃষ্টি হয়নি কোথাও। তবে হাওয়া অফিস বলছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে দু’বঙ্গের বেশ কয়েকটি জেলা।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলোয় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও উত্তর দিনাজপুরে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আজ দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
জানা গিয়েছে, আপাতত মৌসুমী অক্ষরেখার অবস্থান দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, খড়গপুর-এর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার টানেই জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রী। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ।