ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আগামী কয়েকদিনের মধ্যেই ছুটতে শুরু করবে মেট্রো। এবার কি ছুটবে লোকাল ট্রেনও! এমনটাই ইঙ্গিত মিলতে শুরু করেছে। আগেই লোকাল ট্রেন চালানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার। এবার রেলের তরফেও লোকাল ট্রেন চালানোর বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে।
ইতিমধ্যে একাধিক স্টেশনে শুরু হয়েছে প্রস্তুতি। সোশ্যাল ডিসটেস্ট বজায় রাখার জন্যে গোল দাগ আকা হচ্ছে। স্টেশনে স্টেশনে চলছে প্রস্তুতি। এবার শিয়ালদহ এবং হাওড়া শাখায় লোকাল চালানোর বিষয়ে আলোচনা চেয়ে নবান্নে চিঠি দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে করোনা আবহে শহর ও শহরতলির ট্রেনের আদর্শ আচরণ বিধি তৈরি করতে চাইছে রেল কর্তৃপক্ষ।
সূত্রের দাবি, মঙ্গলবার বিকেল পর্যন্ত নবান্নের তরফে রেলকে কিছু জানানো হয়নি। তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই রেল-রাজ্য বৈঠকের প্রবল সম্ভাবনা। সেখানেই লোকাল ট্রেন পরিষেবা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানাচ্ছে বাংলা এক সংবাদমাধ্যম।
বাংলা ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, নীতিগত ভাবে ট্রেন চালাতে রাজি কেন্দ্র এবং রাজ্য। রাজ্য প্রশাসনের পরামর্শে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করে ১৩ সেপ্টেম্বর থেকে পরিষেবা চালু করছে মেট্রো রেল। রেলও নবান্নের সহযোগিতায় এবং নির্দিষ্ট নিয়ম মেনে লোকাল ট্রেন চালাতে চায়।
অন্যদিকে, শিয়ালদহ মেন লাইনের প্লাটফর্মগুলিতে আঁকা হচ্ছে গোল বৃত্ত। সোশ্যাল ডিসটেন্স মেনে ওই বৃত্তের মধ্যেও দাঁড়াতে হবে ট্রেন যাত্রীদের। আর এই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন যে খুব শীঘ্রই হয়তো চালু হতে চলেছে রেল পরিষেবা।
জানা যাচ্ছে, রেলস্টেশন ও প্লাটফর্ম গুলিতে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষার জন্য বৃত্ত আঁকা প্রায় শেষ। শিয়ালদহ মেন লাইনের বারাসত জংশন ও প্লাটফর্ম সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্টেশনের চিত্র প্রায় একইরকম। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। উল্লেখ্য মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সারাদেশব্যাপী লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
করোনা সংক্রমনের মোকাবেলায় লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত মানুষকে কার্যত বিপাকে ফেলে। তথাপি ভাইরাসের সংক্রমন রুখতে কেন্দ্র ও রাজ্য রেল বন্ধ করার সিদ্ধান্তে অনড় থাকেন। রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছেন সামাজিক দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চালালে তাদের কোনো আপত্তি নেই। এমত পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেল শিয়ালদা বনগাঁ শাখা বারাসাত হাসনাবাদ শাখার সহ একাধিক জায়গায়।
তাদের কর্মকাণ্ডের প্রমাণ মিলছে প্রতিটি স্টেশনে। প্ল্যাটফর্ম গেলেই দেখা যাচ্ছে তুলি হাতে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষার জন্য সাদা বা হলুদ রঙের গোলাকার বৃত্ত আঁকার কাজে ব্যস্ত রেলকর্মীরা।
শিয়ালদা থেকে বনগাঁ হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন স্টেশনে ক্যামেরাতে ফুটে উঠেছে একই চিত্র। যারা বৃত্তাকার কাজে ব্যস্ত তাদের কাছে ট্রেন কবে চলবে তারসুস্পষ্ট নির্দেশিকা নেই। কিন্তু যে গুটিকয়েক মানুষ প্লাটফর্মে উপর দিয়ে যাতায়াত করছেন তারা বললেন এই বৃত্ত অদূর ভবিষ্যতে লোকাল ট্রেন চলার ইঙ্গিতবাহী।