অবশেষে খুলছে কলকাতা মেট্রো। তাই এবার আশায় বুক বাঁধছেন অটো চালকরা। কারণ মেট্রো স্টেশনগুলির সামনে যে সমস্ত অটো চালকরা দাঁড়িয়ে থাকেন তাঁরাও সুদিন ফেরার অপেক্ষায়। লকডাউনের সময় থেকে তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ও লকডাউনের (Lockdown) জেরে মেট্রো পরিষেবা পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে। সাধারণ মানুষ আর মেট্রোতে আসার জন্য আর অটো ব্যবহার করছেন না। যার ফলে দীর্ঘ লকডাউন ও পরে আনলকের সময় থেকেই অটোচালকদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। সারাদিন সকাল থেকে অটো নিয়ে দাঁড়িয়ে থাকার পরও দিনে ৬০ থেকে ৭০ টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের।
এই স্বল্প পরিমাণ আয় সাংসারিক জীবনের জন্য যথেষ্ট নয়। কিন্তু আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হলে হয়তো আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে অটোচালকদের অবস্থা। এমনটাই মনে করছেন অটো চালকরা । তার কারণ লকডাউনের সময় অটো সেইভাবে চলাচল করেনি তাই সঠিক উপার্জন হয়নি। আনলকের সময়ও কিছু অটো ভাড়ায় চললেও তারা লাভের মুখ দেখতে পারছে না। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এই অটো চালকরা। এখন তারা মনে করছেন যে লকডাউনের সময়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা হয়তো এবার মেট্রো পরিষেবা চালু হলে অনেকটাই পুষিয়ে যাবে । এখন দেখার বিষয় মেট্রো পরিষেবা চালু হলে অটোচালকদের অবস্থা কি আগের মত ফিরে আসে কিনা। পুজোর আগে মেট্রো পরিষেবা শুরু হওয়াতে তাঁদের পরিবার পরিজনদের জন্য সুখবর আনবে হত কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। উত্তর ও দক্ষিণ কলকাতার মেট্রো স্টেশন গুলিতে কয়েকশো অটো চলাচল করে প্রতিদিন। উত্তরের গিরিশ পার্ক, সেন্ট্রাল, মহাত্মা গান্ধী রোড থেকে শুরু করে দক্ষিণের কালীঘাট, যতীন দাস পার্ক, রবীন্দ্র সরোবর, মাস্টারদা সূর্যসেন, নেতাজি মেট্রো স্টেশন গুলির কাছে অটোচালকদের ভিড় অতিপরিচিত চিত্র কলকাতায়। লকডাউন এরপর আনলক করব থাকায় স্ট্যান্ডে অটো থাকলেও যাত্রীদের দেখাবেন ছিল না। কিন্তু, সপ্তাহ থেকে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ায়, অটোচালকরাও খুশি।
প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর কলকাতা মেট্রো (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। কিন্তু একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আসন বুক করে যাতায়াত করা যাবে। কত স্মার্ট কার্ডকে প্রাধান্য দিচ্ছে কলকাতা মেট্রো। মেট্রো নতুন অ্যাপটির মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ যেমন করা যাবে, তেমনি যাতায়াতের কয়েক ঘণ্টা আগে ওই আপ মারফত আসন বুক করে মেট্রো পরিষেবা নিতে হবে। মেট্রোরেলের এই নতুন বিজ্ঞপ্তির কথা জানতে পেরেছে অটো চালকরা। আর তাতেই আর্থিক অনটন কাটার ইঙ্গিত দেখছেন তারা।