২১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে স্কুল খোলার কথা জানাল কেন্দ্র

অনুমতি সাপেক্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলা ব্যাপারে নিজেদের সম্মতি জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Education Ministry)। মঙ্গলবার মন্ত্রক জানিয়ে দিল, ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খোলা যেতে পারে। তবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা যাবে। তাও তাদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ ঐচ্ছিক। কোনও ছাত্রছাত্রী চাইলে স্বেচ্ছায় বা বাবা-মায়ের লিখিত অনুমতি নিয়ে স্কুলে আসতে পারে। প্রসঙ্গত, আনলক ফোর পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের পঠন পাঠন শুরুর অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্কুলগুলিকে যে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে তা খুব শিগগির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য সরকারগুলিকে জানিয়ে দেবে। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপস্থিতি নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রক বেশকিছু নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোনও নির্দিষ্ট দিনে শিক্ষক-অশিক্ষক কর্মী মিলিয়ে পঞ্চাশ শতাংশ কর্মী কেবল উপস্থিত থাকতে পারবেন স্কুলে। তবে করোনা ভাইরাসের সংক্রমনের কথা মাথায় রেখে অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠাবেন কিনা তা নিয়েও প্রশ্ন প্রশ্ন চিহ্ন রয়েছে।

কারণ, বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ৯০ হাজার করে মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে প্রায় ১১০০ মানুষের। চিকিৎসকদের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিদিন এক লক্ষ করে মানুষ কোভিড-১৯ (Covid-19) সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠাতে কিছুটা হলেও ইতস্তত করবেন বলেই মনে করা হচ্ছে। অনলাইন শিক্ষাব্যবস্থা চালু হয়ে যাওয়ায় পঠন-পাঠন থাকেই অবলম্বন করতে চাইবে বেশিরভাগ মা বাবারা এমনটাই মত শিক্ষা মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.