আরপিএফের ছুটি বাতিল করে শুরু হচ্ছে কলকাতা মেট্রো রেলের পরিষেবা

অবশেষে শুরু হচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ের (Kolkata Metro Railway) পরিষেবা। সেই কারণেই ছুটি বাতিল করে দেওয়া হল মেট্রো রেলে কর্মরত আরপিএফ কর্মীদের। আগামী বৃহস্পতিবার থেকে ছুটি বাতিল হচ্ছে প্রায় ৯০০ আরপিএফ কর্মীর। সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত বলে দাবি রেল পুলিশ আধিকারিকদের।

লকডাউনের সময় পরিষেবা বন্ধ থাকায় অনেক জওয়ান ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। পরিষেবা চালু হয়ে গেলে কাউকে আপাতত ছুটিতে বাড়ি যেতে দেওয়া হবে না। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে তবেই মিলবে ছুটির সুযোগ। প্রসঙ্গত, অনেক আরপিএফ জওয়ানরা করণা আক্রান্ত হয়েছেন। অনেকেই আবার সুস্থ হয়ে গেছে । অনেকে আবার সুস্থ হননি ।সেক্ষেত্রে তাদের ফিটনেস অবশ্যই দেখা হবে বলে জানা গিয়েছে।

নিউ নরম্যালে মেট্রো চালু হলে স্টেশনের বাইরে ক্রাউড ম্যানেজমেন্ট দেখবে কলকাতা পুলিশ। স্টেশনের গেট দিয়ে ভিতরে পা রাখলেই তা দেখার দায়িত্ব আরপিএফের। স্টেশন এলাকায় যাত্রীরা কোথায় দাঁড়াবেন, কতটা দুরত্বে দাঁড়াবেন, কোন গেট দিয়ে বেরিয়ে যাবেন, ভিতরে হ্যান্ড স্যানিটাইজ করছেন কিনা, সবটাই দেখাশোনা করতে হবে আরপিএফ কর্মীদের। তাই তাঁদের ফিট রাখতে আপাতত ছুটি বাতিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.