অবশেষে বার্সার প্র্যাকটিসে হাজির মেসি, সুস্থ হয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত রোনাল্ডোর

রাগ-অভিমান, মন খারাপের পালা শেষ। এবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন করে নিজেকে প্রমাণ করার পালা। আর তাই অতীত মতানৈক্য ভুলে অবশেষে সোমবার বার্সেলোনার অনুশীলনে হাজির লিও মেসি (Lionel Meesi)। এদিকে, সম্পূর্ণ সুস্থ হয়ে নেশনস কাপের পরের ম্যাচেই দলে কামব্যাক করার ইঙ্গিত দিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আগামী মরশুমেই হয়তো অন্য কোনও ক্লাবের জার্সি গায়ে খেলবেন। কদিন আগে পর্যন্ত মেসিকে নিয়ে এই জল্পনাই ছিল তুঙ্গে। সেই সময় ক্লাবের তরফে বাধ্যতামূলক করোনা পরীক্ষাও করাননি মেসি। এমনকী, সমস্ত ধোঁয়াশা কাটিয়ে আরও একটা মরশুম বার্সায় থেকে যাওয়ার কথা ঘোষণার পরও প্র্যাকটিসে যোগ দেননি তিনি। কিন্তু অবশেষে অনুশীলনে নেমে পড়ার সিদ্ধান্তই নিয়ে ফেললেন। এদিন বিকেলে নিজে গাড়ি চালিয়েই ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছে যান মেসি। প্রথমবার নব নিযুক্ত কোচ কোয়েম্যানে উপস্থিতিতে মাঠে এলএম টেন। ট্রেনিংয়ে দেরিতে যোগ দিয়ে আখেরে তাঁর বিশেষ লাভ হবে না, তেমনটাই যেন বুঝে গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে করোনা পরীক্ষার পরই পুরোদস্তুর অনুশীলনে নামতে পারবেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী শনিবার প্রীতি ম্যাচেও দেখা যেতে পারে তাঁকে। বার্সার জার্সিতেই তাঁকে ফের স্বমহিমায় দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা।


এদিকে, মৌমাছির কামড়ে পর্তুগালের (Portugal) হয়ে নেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি সিআর সেভেন। তাঁর শততম আন্তর্জাতিক গোল দেখার অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। তবে সুইডেনের বিরুদ্ধেই মাঠে নেমে পড়বেন রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় অন্তত তেমন ইঙ্গিতই দিলেন তিনি। দলের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দেওয়ার ছবি পোস্ট করে লেখেন ‘ফিরতে পেরে দারুণ লাগছে।’ অর্থাৎ সব ঠিক থাকলে সুইডেনের বিরুদ্ধেই হয়তো পর্তুগিজ তারকার শততম গোলটি দেখার সৌভাগ্য হবে ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.