করোনা-সংক্রমণ ৪৩ লক্ষ ছুঁইছুঁই, ভারতে মৃত্যু বেড়ে ৭২,৭৭৫

ভারতে কোভিড-১৯ ভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত। বাড়তে বাড়তে ভারতে ৪৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪২,৮০,৪২৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১৩৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫,৮০৯ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৭২,৭৭৫ জন এবং মোট সংক্রমিত ৪২,৮০,৪২৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৩,২৩,৯৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৭২,৭৭৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৪,৪৮৭ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৮ জন, অসমে ৩৭০ জন, বিহারে ৭৬১ জনের, চন্ডীগড়ে ৭৪ জন, ছত্তিশগড়ে ৩৯৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৫৯৯ জনের, গোয়া ২৪৫ জন, গুজরাটে ৩,১২০ জনের, হরিয়ানায় ৮২৯ জনের, হিমাচল প্রদেশে ৫৬ জনের, জম্মু-কাশ্মীরে ৮০১ জনের, ঝাড়খণ্ডে ৪৮২ জনের, কর্ণাটকে ৬,৫৩৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩৫৯ জন, লাদাখে ৩৫ জন, মধ্যপ্রদেশে ১,৫৮৯ জন, মহারাষ্ট্রে ২৭,০২৭ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৩৮ জন, মেঘালয়ে ১৭ জন, নাগাল্যান্ডে ১০ জন, ওডিশায় ৫৫৬ জনের, পুদুচেরিতে ৩২৫ জন, পঞ্জাবে ১,৯২৩ জন, রাজস্থানে ১,১৫১ জনের, সিকিমে ৫ জন, তামিলনাড়ুতে ৭,৯২৫ জন, তেলেঙ্গানায় ৯০৬ জন, ত্রিপুরায় ১৫২ জন, উত্তরাখণ্ডে ৩৪৮ জন, উত্তর প্রদেশে ৩,৯৭৬ জন এবং পশ্চিমবঙ্গে ৩,৬২০ জন প্রাণ হারিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৭০ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৭.৬৫ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২০.৬৫ শতাংশ মানুষ।
২৪ ঘন্টায় ১০.৯৮ লক্ষ, ভারতে ৫.০৬ কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষাদৈনিক কোভিড-১৯ পরীক্ষায় ফের বৃদ্ধি ভারতে। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৯৮,৬২১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা রবিবারের তুলনায় অনেকটাই বেশি। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৫.০৬ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এযাবৎ দেশে ৫,০৬,৫০,১২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) ভারতে ১০,৯৮,৬২১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,০৬,৫০,১২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.