শিবসেনার সঙ্গে সংঘাত : কঙ্গনাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangna Ranawat) ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার সকালে টুইট করে কেন্দ্রের তরফে এই নিরাপত্তা দেওয়ার কথা স্বীকার করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, “এটা প্রমাণ করে যে এবার থেকে দেশভক্ত আওয়াজকে কোনও ফ্যাসিবাদী শক্তি দমিয়ে রাখতে পারবে না। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই। কারণ এই পরিস্থিতিতে তিনি বলতেই পারতেন কয়েক দিন পরে মুম্বই যেতে। কিন্তু দেশের মেয়ের কাছে তিনি প্রতিশ্রুতি রেখেছেন। আমাদের আত্মসম্মানকে সম্মান দিয়েছেন। জয় হিন্দ।” প্রসঙ্গত, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের (Jairam Thakur) কাছে মেয়ের নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন কঙ্গনার বাবা অমরদীপ রানাওয়াত। কঙ্গনার পিতার এমন আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) তার নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি পাঠান হিমাচলের মুখ্যমন্ত্রী। তুই আবেদনের ভিত্তিতে এখন থেকে ১১ জন নিরাপত্তারক্ষী পাবেন তিনি। তার মধ্যে একজন বা দু’জন কম্যান্ডো ও বাকিরা পুলিশ আধিকারিক।

https://twitter.com/kangna_official/status/1302851551191396352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1302851551191396352%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fchannelhindustan.com%2Fkangna-ranawat-got-y-category-security-from-centrale0a6b6e0a6bfe0a6ace0a6b8e0a787e0a6a8e0a6bee0a6b0-e0a6b8e0a699e0a78de0a697e0a787-e0a6b8e0a682e0a698%2F

প্রসঙ্গত, জুন মাসের ১৪ তারিখে মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। প্রাথমিকভাবে ঘটনা আত্মহত্যার মনে হলেও পরে সিবিআই তদন্তের দাবি ওঠে। তদন্ত নিয়ে মহারাষ্ট্র পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ ওঠে। সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত সঠিক হচ্ছে না বলে অভিযোগ করেছেন কঙ্গনা। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তাঁর বিদ্রোহী মনোভাবে ক্ষুন্ন হয় শিবসেনা (Shiv Sena)। কঙ্গনার বিরুদ্ধে সুর চড়ানো শুরু করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। কঙ্গনার মুম্বই আসার ওপর নিষেধাজ্ঞা জারি করে শিবসৈনিকরা। কিন্তু, কঙ্গনা স্বদর্পে জানিয়ে দেন ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরবেন। তারপরেই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সোমবার ৭ই সেপ্টেম্বর সম্পাদকীয় মুখপত্র ‘সমানা’তে শিবসেনার তরফে বলা হয়েছে রাজ্যে আসন্ন বর্ষা অধিবেশন চলাকালীন কঙ্গনার মতো একজন ‘বহিরাগত’র বিরুদ্ধে বিরোধীদেরও সোচ্চার হওয়া উচিত। প্রসঙ্গত, কিছুদিন আগেই কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। তার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এদিন শিবসেনার মুখপাত্র সামনায় বলা হয়, পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে মুম্বইয়ের জন্য প্রাণ দেওয়া সমস্ত মারাঠি মানুষ এবং শহিদ সৈন্যদের অপমান করেছেন কঙ্গনা। বলা হয়, “একজন বহিরাগত, যিনি মুম্বইয়ে এসেই সবকিছু পেয়েছেন, তার কাছ থেকে এরকম অপমানজনক মন্তব্য সহ্য করা হবে না। রাজ্য আইনসভাতেও এরকম ব্যবহারের নিন্দে করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.