এটা করোনা কাল। নীললোহিতের এখন কাজ নেই। বয়স তার বাড়ে না আবার কবিতাও লিখতে চায় না সে। দিকশূন্যপুরে যাওয়ার উপায়ও নেই, কারণ ট্রেন এখনও চালু হয়নি। নীললোহিত ও আজ আমার আপনার মত ভ্যাকসিনের অপেক্ষায় বসে আছে। কি হবে নীললোহিতের?
সুনীলদা মানে আপামর বাঙ্গালীর পছন্দের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, আজ অমৃতলোকে নিশ্চয়ই আজ খুব চিন্তিত। আজ ওনার আরো একটি জন্মদিন, বলতে গেলে নতুন শতাব্দীর সংকট-কালে একটি জন্মদিন যা আবার করে ভাবা প্র্যাকটিস করতে শেখাচ্ছে পৃথিবীর সকলকে। লকডাউনের শুরুতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে এই সময়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) সৃষ্টি নতুন আলোকে দেখার সময় পাওয়া যাবে। কিন্তু সেটা যে কথার কথা ছিল না, সেটা বোধ হয় বাস্তববাদী সকল মানুষ জানেন। পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা নীরা, নিখিলেশরা আজ সত্যিই জানে না সামনের দিনে কি হবে। চাকরি থাকবে তো? মাঝবয়সে এসে এই ‘অর্ধেক জীবনের’ গ্লানি যা চিনতে শিখিয়েছিলেন সুনীল বাবু, সেটা বাঙালি আবার নতুন করে উপলব্ধি করছে এই করোনা ভাইরাসের বিশ্বাসঘাতকতায়।
রণবীর ভট্টাচার্য