একদিনে জোড়া রেকর্ড ভেঙে ফেলল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। এক, দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বরেকর্ড। একদিনে দেশে করোনার কবলে পড়েছেন প্রায় সাড়ে ৮৬ হাজার মানুষ। দুই, ৪০ লক্ষের গণ্ডি পেরনো। আরও একটি বিষয় এখানে উল্লেখ্য, সেটা হল ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যাকে প্রায় ছুঁয়ে ফেলা। সূত্রের খবর, এই মুহূর্তে ব্রাজিলের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৯১ হাজারের আশেপাশে। অন্যদিনে ভারতে আক্রান্তের সংখ্যাটা ৪০ লক্ষ ২৩ হাজারের কিছু বেশি। অর্থাৎ দুই দেশের আক্রান্তের সংখ্যায় ব্যবধান খুব একটা বেশি নয়।
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ হাজার ৪৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৩ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজারের কাছাকাছি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৭ হাজার ২২৩ জন। তবে দেশে এখনও প্রায় ৮ লক্ষ ৪৬ হাজার ৩৯৫ জন করোনা রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার হয়েছে ১০ লক্ষের বেশি।