NEET ও JEE পিছনোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষা পিছনোর ৬ রাজ্যের দাবি ওড়াল শীর্ষ আদালত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে NEET ও JEE পরীক্ষা। শুক্রবার সাফ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। করোনা পরিস্থিতি পরীক্ষা পিছনোর আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্যে।
পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে NEET ও JEE পরীক্ষা। শুক্রবার এই সংক্রান্ত আবেদনের শুনানিতে স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরাও সংক্রমিত হতে পারেন বলে আঙ্কা করে বাংলা-সহ ৬ রাজ্য।
গত ১৭ অগাস্ট JEE এবং NEET পরীক্ষা নিয়ে শীর্ষ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন জানায় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও ছত্তীসগড়। ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল।
১৭ অগাস্ট পরীক্ষা পিছনোর আবেদন খারিজ করতে গিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘‘করোনা মহামারির মধ্যেও জীবন থেমে থাকবে না। পরীক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করার মানে হয় না।’’
এর পরেও সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় ৬ রাজ্য। সুপ্রিম কোর্টে ফের আবেদন জানানো হয়। তবে শুক্রবার সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। করোনা আবহেও পরীক্ষা পিছবে না।
ইতিমধ্যেই ১ সেপ্টেম্বর থেকেই গোটা দেশে JEE (মেইন) পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই পরীক্ষা চলবে। এরই পাশাপাশি আগামী ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষা শুরু হবে।