স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আন্ডার সেক্রেটারি RVS. Mani মুম্বাইয়ের তাজ হোটেলে হওয়া জঙ্গি হামলা পাকিস্তান আর তখনকার সরকারের মধ্যে ফিক্স ম্যাচ ছিল বলে জানান। RVS. Mani দাবি করে বলেন, 26/11 এর মুম্বাই হামলা পাকিস্তান আর তখনকার কংগ্রেস সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ম্যাচ ফিক্সিং এর ফল। কারণ তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বেশিরভাগ অফিসার সন্ত্রাসবাদ নিয়ে হওয়া বার্ষিক স্বরাষ্ট্র সচিব স্তরের কথাবার্তার জন্য ইসলামাবাদের ছিলেন।
এই আলোচনা সভা ২৫/১১/২০০৮ এ পাকিস্তানে আয়োজন হয়েছিল। সেখানে পৌঁছে এই আলোচনা সভার তারিখ 26/11 করে দেওয়া হয়েছিল। আমাকে বিনা কারণে লখনৌতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর তারই মধ্যে রাতের বেলায় হামলা করে দেয় পাকিস্তানের জঙ্গিরা। উনি আরও বলে, হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে একটি পরিকল্পনা করে তখন কার কেন্দ্র সরকারের কিছু বড়বড় নেতারা পুলিশ আর অফিসারদের সাথে মিলে প্রথমে সেটিকে প্রচারিত করেছিল, তারপর তাঁরা প্রমাণ লোপাট করে দেয়। তাঁদের উদ্দেশ্য কি ছিল জানিনা! অবে এরজন্য প্রকৃত জঙ্গিরা বেঁচে গেছিল।
RVS. Mani শুক্রবার রাষ্ট্রীয় সুরক্ষা মঞ্চ থেকে ওনার লেখা বই ‘হিন্দু টেরর – ইনসাইডার অ্যাকাউন্ট অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার (Hindu Terror: Insider account of Ministry of Home Affairs) ” এ আয়োজিত চর্চায় অংশ নেওয়ার জন্য ভোপাল গেছিলেন। সেখানে ওনার লেখা বইয়ের হিন্দি ভার্সন ‘ভাগবা আতঙ্ক এন্ড ষড়যন্ত্র” নিয়ে চর্চা হওয়ার কথা ছিল। ওনার লেখা বই নিয়ে চর্চা হওয়ার সময় উনি বলেন যে উনি অরাজনৈতিক ব্যাক্তিত্ব, আর উনি প্রকাশকের ডাকে ভোপালে এসেছেন। গত ২৬ এপ্রিল ওনার লেখা বইয়ের হিন্দি ভার্সন মুক্তি পেয়েছে।
এই অবসরে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কন্সপিরেসি (The great indian conspiracy) ” এবং ‘আতঙ্ক আর সমঝোতা” এর লেখক এবং বরিষ্ঠ সাংবাদিক প্রবীণ তেওয়ারি কংগ্রেস নেতাদের উপর হিন্দু সন্ত্রাসবাদ শব্দ তৈরি করার অভিযোগ করেন। উনি দাবি করে বলেন, বেশিরভাগ জঙ্গিদের হাতে সুতো বাধা ছিল, গলায় হিন্দু ধর্মের লকেট আর এই কথা আমেরিকায় ধরা পড়া জঙ্গি ডেভিড হেডলিও বলেছিল। যদি কাসভকে জ্যান্ত না ধরা হত, তাহলে সব জঙ্গিদের হিন্দু জঙ্গি ঘোষণা করে দিত। এটা একটা চরম বড় ষড়যন্ত্র ছিল, যেটা সফল হয়নি।