পূর্ব লাদাখের প্যাংগং ঝিলের উত্তর দিকে অবস্থিত ফিঙ্গার ফোর নিজেদের দখলে করল ভারতীয় সেনা।প্রায় চার মাস পর এই এলাকাটি ভারতীয় সেনাবাহিনীর দখলে চলে এল। জানা গিয়েছে ফিঙ্গার ফোরের রিজ লাইনেও ব্যাপক সামরিক সমাবেশ করেছে ভারত।চিনের যেকোনও হামলার জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী।চলতি বছরের মে মাসের প্রথম দিক থেকে ভারতের অধীনে থাকা প্যাংগং ঝিলের ফিঙ্গার ফোর থেকে এইট পর্যন্ত নিজেদের দখলে করে নিয়েছিল চিন। সেখানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম নিয়ে সমাবেশ ঘটিয়ে ছিল তারা। মে মাসের আগে ফিঙ্গার এইটে চিনা সেনাবাহিনীর একটি চৌকি ছিল।অন্যদিকে, ভারত ফিঙ্গার ফোরে পেট্রোলিং করতে আসত। ফিঙ্গার ফোর থেকে ফিঙ্গার এইটের দূরত্ব আট কিলোমিটার।এর মধ্যে বিপুল পরিমাণ সামরিক সমরাস্ত্র মোতায়েন করেছিল লাল ফৌজ।ফিঙ্গার ফোর থেকে চিনা সেনা সমাবেশ প্রত্যাহারের জন্য একাধিক কমান্ডার পর্যায়ের বৈঠকের সরব হয়েছিল ভারত ও চিনের মধ্যে। এমনকি ওই জায়গায় বাফার জোন তৈরি করতেও সহমত হয়েছিল দুই দেশ। আলাপ-আলোচনার পর ফিঙ্গার ফোর থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিলেও পুরোপুরি সেনা প্রত্যাহার করে করছিল না চিন।অবশেষে চিন থেকে ফিঙ্গার ফোর নিজেদের দখলে করল ভারত। অন্যদিকে ফিঙ্গার ফাইভ এ ছয়টি ব্যাংকার ইতিমধ্যেই তৈরি করে রেখেছে লাল ফৌজ।পরিস্থিতি এখনও উত্তেজনার মধ্যে রয়েছে।
2020-09-04